Aajbikel

‘জওয়ান’-এর সাফল্য় কামনায় তিরুপতি দর্শনে শাহরুখ, সঙ্গে সুহানা-নয়নতারা

 | 
শাহরুখ সুহানা

মুম্বই: চলতি সপ্তাহেই মুক্তি পাবে ‘জওয়ান’। ছবির সাফল্য কামনায় এবার তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে ছুটলেন শাহরুখ খান ও ছবির অভিনেত্রী নয়নতারা। সঙ্গে ছিলেন শাহরুখ-কন্যা সুহানাও।

‘জওয়ান’কে কেন্দ্র করে উত্তেজনার আগুনে পুড়ছেন শাহরুখ ভক্তরা৷ লাইমলাইটে রয়েছেন শাহরুখও। পাঠানের পর বাদশাকে নতুন অবতারে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা৷ তাঁদের চোখ এখন জওয়ানের দিকে। মনে করা হচ্ছে সাফল্যের নিরিখে পাঠানকে অনেকটাই পিছনে ফেলে দিতে পারে জওয়ান। ফিল্ম বিশেষজ্ঞদের একাংশের ধারণা, কিং খানের এই ছবি ভেঙে দিতে পারে হিন্দি সিনেমার যাবতীয় রেকর্ড। ছবিটির ট্রেলার দর্শকদের নজর কেড়েছে। ট্রেলার দেখার পর ভক্তদের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। ছবির সাফল্য কামনায় মঙ্গলবার ভেঙ্কটেশ্বর মন্দিরে পৌঁছন শাহরুখ৷ এদিন শাহরুখের সঙ্গে দেখা গেল নয়নতারার স্বামী তথা চিত্র পরিচালক বিঘ্নেশ শিবামাকেও৷  ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ, নয়নতারা ও সুহানার তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো।

এদিন শাহরুখের পড়নে ছিল সাদা কুর্তা ও পাজামা। সুহানা ও নয়নতারা পরেছিলেন সাদা সালোয়ার৷ মন্দিরে পৌঁছে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কিং খানকে। কয়েকদিন আগে মধ্যরাতে জম্মু-কাশ্মীরের কাটরায় বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও ভাইরাল হয়৷  নীল হুডি আর মাস্কে মুখ ঢেকে মন্দিরে পৌঁছেছিলেন কিং খান৷ 
 

Around The Web

Trending News

You May like