‘হর ঘর তেরঙ্গা’ প্রচারে শামিল বলিউড বাদশাহ, মন্নতে উড়ল বিশাল পতাকা

‘হর ঘর তেরঙ্গা’ প্রচারে শামিল বলিউড বাদশাহ, মন্নতে উড়ল বিশাল পতাকা

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যের কর্মসূচি ‘হর ঘর তিরঙ্গা’ র প্রচারে এবার শামিল হলেন বলিউড তারকারাও। সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন বলিউডের বাদশাহ শাহরুখ খানের মুম্বইয়ের বাসভবন মন্নতেও উড়ল বিশাল জাতীয় পতাকা। এদিন সকাল থেকেই মুম্বইয়ের আকাশ মেঘলা। কলকাতার মতো বাণিজ্যনগরীতেও স্বাধীনতা দিবসের সকালটা শুরু হয়েছে কয়েক পশলা বৃষ্টি দিয়ে। তার মধ্যেই বিশাল পতাকা উত্তোলন করে স্বাধীনতার উৎসবে গা ভাসালেন শাহরুখ এবং তাঁর পরিবারের সদস্যরা। মুম্বাইয়ের আকাশের সঙ্গে রং মিলিয়ে সাদা পোশাক পরে তিরঙ্গা উড়িয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে শাহরুখের সঙ্গে যোগদান করলেন স্ত্রী গৌরী, বড় ছেলে আরিয়ান এবং কনিষ্ঠ পুত্র আব্রাম।মুম্বইয়ে তাঁদের বাংলো মন্নত-এর ছাদে জাতীয় পতাকা উত্তোলন করলেন তাঁরা।

সোমবার সকালে স্বাধীনতা দিবসের দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই ছবিটি শেয়ার করেছেন শাহরুখ পত্নী গৌরী খান। শাহরুখ খানের অগণিত ভক্তকুলের সঙ্গে ভাগ করে নিয়ে সকলের উদ্দেশ্যে এদিন গৌরী টুইটারে লেখেন, ‘সকলকে শুভ স্বাধীনতা দিবস।’ তবে শাহরুখ খানের পারিবারিক এই ছবিতে সোমবার দেখা মেলেনি মেয়ে সুহানার। মেয়েকে ছাড়াই স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন শাহরুখ এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা।

 উল্লেখ্য, আর কয়েক দিনের মধ্যেই পরিচালক জোয়া আখতারের হাত ধরে সিনেমা জগতে পদার্পণ করতে চলেছেন শাহরুখের মেয়ে সুহানা খান। কয়েকদিনের মধ্যেই জোয়ার পরিচালনায় তাঁর প্রথম বলিউড ছবি ‘দ্য আর্চিজ’ মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তাই নিয়ে আপাতত বেজায় ব্যস্ত সুহানা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ব্যস্ততা প্রসঙ্গে কয়েকদিন আগেও লিখেছিলেন শাহরুখ খান। সেই ব্যস্ততার জন্যই আজকে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি সোহানা, এমনটাই মনে করছেন শাহরুখের অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =