নয়াদিল্লি: স্কুল থেকে ফেরার পর বাচ্চাদের একটাই বায়না থাকে, তা হল ‘কার্টুন দেখব’। অনেক সময়ই টিভি চালু করার পরিস্থিতি না থাকলে ওয়েবসাইট দিয়েই কাজ চালাতে হয় মা-বাবাদের। এখন ইন্টারনেটের দুনিয়ায় সবকিছুই হাতে মুঠোয়।
কার্টুন নেটওয়ার্ক পেতে পারেন আপনার মুঠো ফোন বা ল্যাপটপে। যেখানে বাচ্চারা দেখতে পারবে তাদের সমস্ত প্রিয় কার্টুনগুলি, এবং খেলতে পারেবে ভিডিও গেমও। কি সর্বনাশ! কিছুদিন আগেই সেই ওয়েবসাইট খুললে দেখা মিলছিল আপত্তিকর অপ্রাপ্তবয়স্ক ভিডিও। যেটা দেখে বাচ্চারা তো বটেই চমকে গিয়েছিলেন তাদের মা-বাবারাও।
পরে জানা যায় কার্টুন নেটওয়ার্কের সাইট হ্যাক করেছিল দুই হ্যাকার। ১৬টি দেশে তিন দিন ধরে কার্টুনের জায়গায় চলছিল এক ব্রাজিলিয়ান পুরুষ যৌনকর্মীর অশ্লীল ভিডিও। এই ঘটনার শুরু ২৫শে এপ্রিল থেকে। তবে পরিস্থিতি বুঝে দ্রুত সমস্যার সমাধান করে কার্টুন নেটওয়ার্ক কর্তৃপক্ষ। এখন আবার সব ঠিক হয়ে গেছে। শিশুরাও বেশ মজে গিয়েছে তাদের প্রিয় কার্টুনে।নিশ্চিন্ত হয়েছেন বাবা-মা ও।