অস্কার পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! কিন্তু কী ভাবে সম্ভব?

অস্কার পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! কিন্তু কী ভাবে সম্ভব?

 কিয়েভ:  অস্কার জিতলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! কিন্তু কী ভাবে? আসলে পর পর দু’বছর সেরা অভিনেতা নির্বাচিন হয়ে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা শন পেন। তাঁর ঝুলিতে থাকা দু’টো অস্কারের মধ্যে একটি অস্কার তিনি দিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে৷ 

 

 

সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন শন৷ রাজধানী কিয়েভে তাঁকে ‘অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত করেন জেলেনস্কি। সেই সময়ই শনও তাঁর দুটি অস্কারের মধ্যে একটি জেলেনস্কির হাতে তুলে দেন। বলিউডের দাপুটে অভিনেতা হওয়ার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তৎপর শন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পরই কড়া সমালোনা করেছিলেন অস্কারজয়ী এই অভিনেতা৷ হিংসার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শন বলেন, ‘‘…ইউক্রেন যা ঘটে চলেছে তা দেখে আমি শিহরিত৷   কিন্তু যে ভাবে এই কঠিন সময়ে জেলেনস্কি সাহস, বুদ্ধি, ভালবাসা এবং আত্মসম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।’’ সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে তাঁর এবং জেলেনস্কির সাক্ষাতের কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন।

প্রসঙ্গত, ৬২ বছরের পেন ২০০৪ এবং ২০০৯ সালে মিস্টিক রিভার অ্যান্ড মিল্কের জন্য ধারাবাহিকভাবে সেরা অভিনেতা নির্বাচিত হন এবং অ্যাকাডেমি পুরস্কার জেতেন৷ ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে একটি অস্কার তিনি উপহার দেন৷ শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই পুরস্কার ইউক্রেনে  থাকবে বলেও জানান অভিনেতা৷