‘গালি বয়ে’র কাঁচি, বাদ চুম্বন দৃশ্য

মুম্বই: ১৫ তারিখ মুক্তি পেতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘গালি বয়’। ইতিমধ্যেই এই ছবির গান বেশ জনপ্রিয়। বার্লিন ফিল্ম ফেস্টিভালে প্রশংসা কুড়িয়েছে ‘গালি বয়’। এই ছবিকে নিয়ে যখন উত্তেজনা চরমে, তখনই সিবিএফসি-র নির্দেশ ছবিতে আলিয়া ও রণবীরের চুম্বন দৃশ্য দেখানো যাবে না। জানা গিয়েছে, শেষমুহূর্তে ছবিতে বলা কিছু শব্দ ও কিছু

‘গালি বয়ে’র কাঁচি, বাদ চুম্বন দৃশ্য

মুম্বই: ১৫ তারিখ মুক্তি পেতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘গালি বয়’। ইতিমধ্যেই এই ছবির গান বেশ জনপ্রিয়। বার্লিন ফিল্ম ফেস্টিভালে প্রশংসা কুড়িয়েছে ‘গালি বয়’।

এই ছবিকে নিয়ে যখন উত্তেজনা চরমে, তখনই সিবিএফসি-র নির্দেশ ছবিতে আলিয়া ও রণবীরের চুম্বন দৃশ্য দেখানো যাবে না। জানা গিয়েছে, শেষমুহূর্তে ছবিতে বলা কিছু শব্দ ও কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিএফসি। জানা গিয়েছে, ছবি থেকে ইতিমধ্যেই ১৩ সেকেন্ডের একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =