Aajbikel

শীর্ষ আদালতে ধাক্কা মমতার সরকারের, বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’

 | 
মমতা কেরালা

নয়াদিল্লি: মুক্তির চার দিনের মাথায় বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাকে নিষিদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অশান্তি এড়াতেই রাজ্যে এই ছবি নিষিদ্ধ, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই ছবির পরিচালক-প্রযোজকরা। দেশের শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বাংলায় এই ছবি দেখানো যাবে। 

সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন এই ছবি বাংলার নিষিদ্ধ করা হল? কারণ জানতে চেয়ে শীর্ষ আদালতের পিটিশন দাখিল করে টিম ‘দ্য কেরালা স্টোরি’। এই মামলার প্রেক্ষিতে গত সপ্তাহেই রাজ্যকে নোটিস পাঠিয়েছিল দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। রাজ্য এর জবাব দিয়ে জানায়, এই ছবি পক্ষপাতদুষ্ট। ছবির চিত্রনাট্যে তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনতে পারে। দাবি, ‘ঘৃণাভাষণ রয়েছে ছবি জুড়ে’৷ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে তাই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

তবে আজ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। আর কোথাও তেমন কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। বাংলাতেও যে তিন দিন ছবিটি চলেছে, সেই তিনদিনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বাংলার যে কোনও হলেই এখন থেকে এই ছবি দেখা যাবে, তাতে কোনও বাধা নেই। 

Around The Web

Trending News

You May like