গণধর্ষণ কাণ্ডে চুপ, অথচ গান্ধীজির আদর্শ নিয়ে টুইট, শাহরুখকে একহাত নিলেন সায়নী

মুম্বই: শাহরুখ খান গান্ধী জয়ন্তীতে একটি টুইট করেছিলেন। সেই টুইটকেই হাতিয়ার করে গর্জে উঠলেন সায়নী গুপ্ত। শাহরুখের টুইটের পরিপ্রেক্ষিতের রীতিমতো ফেটে পড়লেন তিনি। উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত মহিলাকে গণধর্ষণ করার পরে দেশজোড়া প্রতিবাদ হলেও চুপ বলিউডের অনেকেই। তার মধ্যে রয়েছেন শাহরুখ খানও। এই নিয়েই শাহরুখকে একহাত নিয়েছেন অভিনেত্রী।

 

মুম্বই: শাহরুখ খান গান্ধী জয়ন্তীতে একটি টুইট করেছিলেন। সেই টুইটকেই হাতিয়ার করে গর্জে উঠলেন সায়নী গুপ্ত। শাহরুখের টুইটের পরিপ্রেক্ষিতের রীতিমতো ফেটে পড়লেন তিনি। উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত মহিলাকে গণধর্ষণ করার পরে দেশজোড়া প্রতিবাদ হলেও চুপ বলিউডের অনেকেই। তার মধ্যে রয়েছেন শাহরুখ খানও। এই নিয়েই শাহরুখকে একহাত নিয়েছেন অভিনেত্রী।

শাহরুখ তাঁর মূল টুইটটিতে তাঁর সন্তান আবরাম ও সুহানার একটি ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, “এই গান্ধী জয়ন্তীতে আমরা চাইব যে আমাদের সন্তানরা যেন ভাল সময়, খারাপ সময় এবং সব সময় একটি আদর্শ অনুসরণ করে। খারাপ শুনো না… খারাপ দেখো না…. খারাপ কথা বোলো না! গান্ধীজির ১৫১ তম জন্মবার্ষিকীতে সত্যের মূল্য অনুধাবন করছি।” শাহরুখের পোস্টে টুইটের জবাব দিয়ে সায়ানী লিখেছেন, “কিছু বলুন। সঠিকটা বলুন। গান্ধীজি আমাদের আমাদের সত্য বলতে বলেছেন। দলিত ভাই ও বোনদের বিরুদ্ধে নিপীড়ন ও শোষণের কথা বলতে শিখিয়েছিলেন। শুধু কান এবং চোখ এবং মুখ বন্ধ করবেন না শাহরুখ।”

আরও পড়ুন: Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন রবি কিষন, উত্তরপ্রদেশকে ধন্যবাদ জানিয়ে ট্রোলড অভিনেতা

 

প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, কৃতি স্যানন প্রমুখ বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি হাথরাস এবং বলরামপুরের ঘটনার নিন্দা করেছেন। শুক্রবার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি নোটে অনুষ্কা লিখেছেন যে ‘আমাদের সমাজে পুরুষ সন্তানের অধিকারকে বিশেষাধিকার হিসাবে দেখা হয়’। এই ধারণাটিকে একটি ‘মায়োপিক ভিশন’ আখ্যা দিয়ে আনুষ্কা লিখেছেন, একটি মেয়ে সন্তানের জন্ম হওয়ার চেয়ে অবশ্যই এটি বেশি প্রিভিলেজ পাওয়া নয়। তবে এটি সত্য যে তথাকথিত এই অধিকারটি ভুলভাবে এবং অত্যন্ত মায়োপিক দৃষ্টিতে দেখা হয়। একমাত্র ‘বিশেষাধিকার’ হ’ল একজনের এমনভাবে ছেলেকে বড় করার সুযোগ রয়েছে যাতে সে কোনও মেয়েকে সম্মান করে। সমাজের পিতামাতা হিসাবে এটিই আপনার কর্তব্য। সুতরাং, এটিকে প্রিভিলেজ হিসাবে যেন কেউ না ভাবেন।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে অনুরাগকে জিজ্ঞাসাবাদ, মুম্বই পুলিশের প্রশ্নের উত্তরে কী বললেন পরিচালক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *