কলকাতা: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন৷ ৫ সপ্তাহ লড়াইয়ের পর প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়৷ রবিবার ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর বয়স হয়েছিল ৮৬৷ তিনি রেখে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায় ও দুই পুত্র ও কন্যা সৌগত এবং পৌলমীকে।
আরও পড়ুন- ব্যক্তিগত জীবনে টানাপোড়েন, কিন্তু অভিনয় জগতে ক্রমাগত উত্থান ঘটেছে শেফালি শাহের
গত ৬ অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কংবদন্তী অভিনেতা৷ অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে পাঠানো হয়৷ কোভিড মুক্ত হওয়ার পর কিছুটা শারীরির অবস্থার উন্নতি হচ্ছিল তাঁর৷ চিকিৎসার সাড়া দিচ্ছিলেন৷ কিন্তু এর পর ফের অবস্থার অবনতি হতে থাকে৷ কো-মর্বিডিটির কারণে সমস্যা তৈরি হচ্ছিল৷ কিডনির সমস্যা দেখা দেয়৷ শুরু হয় ডায়ালেসিস৷ স্নায়বিক সমস্যার সঙ্গে তাঁর চেতনাস্তরও কমতে থাকে৷ শুক্রবার থেকে অবস্থার আরও বেশি অবনতি হতে থাকে তাঁর৷ তাঁকে রাখা হয় লাইফ সাপোর্ট সিস্টেমে৷ হৃদযন্ত্রের সমস্যাও বেড়ে যায়৷ দেখা দেয় স্নায়বিক সমস্যা৷ গতকাল চিকিৎসকরা জানিয়ে দেন একমাত্র অলৌকিক ঘটনাই তাঁকে সুস্থ করতে পারে৷ কিন্তু অলৌকিক ঘটনা আর ঘটল না৷ এদিন দুপুরে সকলকে চিরবিদায় জানান সৌমিত্র চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন- খাওয়া-দাওয়া-আদরে মানুষের প্রতি বিশ্বাস, বাচ্চাকেও সঙ্গে নিয়ে এল মা! দেখুন ভিডিও
গতকাল রাত থেকেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল৷ মস্তিষ্ক ক্রমশ বিকল হয়ে যাচ্ছিল৷ চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নেই৷ রাতেই হাসপাতালে পৌঁছে গিয়েছিল তাঁর গোটা পরিবার৷ এদিন দুপুরে এল দুঃসংবাদ৷