সরোজ খানের বায়োপিক তৈরির ঘোষণা টি-সিরিজের

সরোজ খানের বায়োপিক তৈরির ঘোষণা টি-সিরিজের

মুম্বই: জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সরোজ খানের প্রথম মৃতুবার্ষিকীতেই তাঁর বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হল৷ কোরিওগ্রাফারের বায়োপিক তৈরি করবে ভূষণ কুমারের প্রযোজনা সংস্থা টি-সিরিজ। ভূষণ কুমার নিজের টুইটার অ্যাকাউন্টে এই বায়োপিক তৈরির কথা জানিয়েছেন৷

শনিবারই ছিল সরোজ খানের মৃত্যুর প্রথম বছর৷ আর সেদিনই টি-সিরিজের কর্তা জানিয়েছেন, সরোজ খানের পরিবারের সঙ্গে কথা বলেই তাঁর বায়োগ্রাফি নিয়ে সিনেমা বানানোর অনুমতি নিয়েছেন তিনি। টুইটারে ভূষণ কুমার লেখেন, ‘ভূষণ কুমারের টি-সিরিজ প্রযোজনা সংস্থা সরোজ খানের বায়োপিকের কথা ঘোষণা করছে। সরোজ খানের সন্তান রাজু খান, সুকেনা খান ও হিনা খানের সঙ্গে এই বিষয়ে কথা বলেই অনুমতি নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে।’ ভক্তদের উদ্দেশ্যেও টি-সিরিজের বক্তব্য, ‘আমরা খুবই খুশি এমন প্রখ্যাত কোরিওগ্রাফারের জীবন কাহিনি তুলে ধরার সিদ্ধান্ত নিয়ে।’ এই ছবিতে সরোজ খানের জীবনের সংগ্রাম এবং সাফল্য, সবই তুলে ধরা হবে৷ তবে ভারতের প্রথম মহিলা কোরিগ্রাফারের বায়োপিক নিয়ে এখনও পর্যন্ত আর কিছুই জানায়নি প্রযোজনা সংস্থা৷ এমনকি ছবিতে কারা কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।

গত বছর ৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল সরোজ খানকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সরোজ খান৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বলিউডে শেষ ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের ‘তবহা হো গয়ে’ গানের কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান। একবার নয়, তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তামিল ছবি শ্রীনঙ্গরমের সব গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। বলিউডের বেশ কয়েকটি আইকনিক কিছু গানে নাচের কোরিগ্রাফ করেছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল হাওয়া হাওয়াই, এক দো তিন, তম্মা তম্মা, ধক ধক করনে লাগা। জব উই মেটের ইয়ে ইশক, দেবদাসের ডোলা রে ডোলা রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *