ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে ‘সিনড্রেলা’ লুকে আগুন ঝরালেন সারা

ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে ‘সিনড্রেলা’ লুকে আগুন ঝরালেন সারা

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সেনসেশন মানেই সারা আলি খান৷ নবাব কন্যার শরীরী আবেদনে মোহিত নেটিজেনরা৷ আরও একবার সকলকে চমক দিলেন পৌতদি’র নাতনি৷ ৬৬ তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে আবির্ভূত হলেন ‘সিনড্রেলা’র রূপে৷ আদনেভিক ডিজাইনার ব্রান্ডের তৈরি পোশাকে চোখ ধাঁধাঁনো লুকে ধরা দিয়েছেন নবাব কন্যা৷ তাঁর এই লুক প্রকাশ্যে আসতেই একরাশ ভালোবাসা কুড়িয়ে নিলেন সারা৷ 

আরও পড়ুন-  সাদা ফিনফিনে বিকিনিতে সেনসেশন সারা, ক্লিভেজ আর উন্মুক্ত নাভিতে ফিদা নেটিজেন

এদিন সারা পরেছিলেন আকাশী রংয়ের নেটের তৈরি পোশাক৷ চুলে পনিটেল৷ এই পোশাকে তিনি যেন হয়ে ওঠেন সিনড্রেলা৷ সারার এই স্টাইলিস্ট লুক দেখেই ফিদা তাঁর ভক্তকুল৷ এই ছবির শেয়ার করে সারার লুক স্টাইলিস্ট অমি প্যাটেল ক্যাপশনে লিখেন, ‘সিনড্রেলার গল্প’৷ পোশাকের সঙ্গে রং মিলিয়েই তাঁর আঙুলে শোভা পেতে দেখা যায় নীল ও সাদা রংয়ের আংটি৷ সঙ্গে রোজি মেকআপ৷ তাঁর নেইলপলিশের রংও ছিল আকাশী৷ হাইহিল জুতোতেও আকাশী রং-এর আভা৷ তাঁর এই লুক দেখেই ঘুম উড়েছে নেটিজেনদের৷ এদিন ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে গল্পের সেই সিনড্রেলার কথা আবার একবার মনে করিয়ে দিলেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান৷ 

আরও পড়ুন- পর্দার ‘কিসার’ ইমরান বাস্তবে পুরোদস্তুর ‘পারিবারিক’!

সম্প্রতি ভাইরাল হয়েছিল তাঁর হোলি সেলিব্রেশনের ছবি৷ একের পর এক হট ছবি উপহার দিয়ে ‘পাশের বাড়ির মেয়ে’র ইমেজটি আগেই ভেঙে ফেলেছেন সারা৷ তিনি এখন রীতিমতো ‘হট সেনসেশন’৷ আর হোলির আমেজে আরও বেশি সেনসেশন হয়ে উঠলেন নবাব কন্যা৷ একের পর এক দুর্দান্ত ছবি শেয়ার করে নজর কাড়েন নেটিজেনদের৷ করোনা আবহে হোলির উৎসব কিছুটা ফিকে হলেও পতৌদি বাড়িতে হোলিং রং ছিল বেশ গাঁঢ়৷ এবছর করিনা কাপুরের নতুন বাড়িতেই হোলি মানান অমৃতা-সইফের মেয়ে সারা৷ চলে হোলির দুর্দান্ত সেলিব্রেশন৷ বিগ বি’র লিপে বিখ্যাত গান ‘রং বরসে’-র তালে তুমুল নাচে ঝড় তোলেন সারা৷ তবে পুল পার্টিতে সারার সাদা ফিনফিনে বিকিনি সবচেয়ে বেশি নজর কেড়েছে৷ আর সেই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ আর আজ সিনড্রেলা রূপে বক্ষ বিভাজিকার গভীর খাঁজে ফের নেশা ধরালেন সারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =