করোনা আক্রান্ত সারা আলি খানের সারথী, আতঙ্ক এবার পতৌদি প্যালেসে

করোনা আক্রান্ত সারা আলি খানের সারথী, আতঙ্ক এবার পতৌদি প্যালেসে

মুম্বই: বচ্চন পরিবারের পর এবার করোনার থাবা পাতৌদি খানদানে। তবে পরিবারের কারোর শরীরে করোনার সন্ধান মেলেনি। করোনায় আক্রান্ত হয়েছেন সারা আলি খানর গাড়িচালক৷  সম্প্রতি ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন সারা।

অভিনেত্রী লিখেছেন, “আমার গাড়িচালক করোনা আক্রান্ত।  বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন ব্যাপারটি জানার পরই তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করে।” এর জন্য BMCকে ধন্যবাদ দিয়েছেন সারা। তিনি জানিয়েছেন, তার পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। তাও সতর্কতার জন্য তারা প্রত্যেকেই প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলছেন বলে জানিয়েছেন সারা। ওই ইনস্টাগ্রাম পোস্টটি সবাইকে নিরাপদে থাকার আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

কিছুদিন আগে অভিনেত্রী রেখার বাংলোর এক নিরাপত্তাকর্মী শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলে। এরপরই সিল করে দেওয়া হয় অভিনেত্রীর বাংলো। গোটা এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। তবে ওই দিনই অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। অভিষেক নিজেই টুইটারে এই খবর জানান। প্রথম পরীক্ষায় ঐশ্বর্য এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছিল
 

কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা করার পর এদের দুজনের রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চলছে ঐশ্বর্য ও আরাধ্যার। অভিষেক ও অমিতাভকে ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে। তবে অমিতাভ বচ্চনের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিকে অনুপম খেরের পরিবারেও থাবা বসিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন অনুপম খেরের ভাই রাজু, মা দুলারি, ভ্রাতৃবধূ রিমা এবং ভাইয়ের মেয়ে বৃন্দা। টুইটারে একটি ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছেন অনুপম। এছাড়া আমির খানের পরিবারের ৭ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা করা হয়েছিল অভিনেতা এবং তার মায়েরও। কিন্তু তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =