Aajbikel

শরীর চুঁইয়ে পড়ছে উষ্ণতা, সমুদ্র সৈকতে বিকিনি লুকে সুপার হট সারা

 | 
সারা

মুম্বই: বোল্ড অবতারে সামারকুল সারা আলি খান৷ সমুদ্র সৈকতে বিকিনিতে আগুন ঝরালেন সইফ-কন্যা৷ যেন তাঁর সারা শরীর চুঁইয়ে পড়ছে যৌবনের উষ্ণতা৷ পারফেক্ট আউটফিট বা স্টাইল স্টেটমেন্টে সুপারহট নায়িকা৷ সারার বিকিনি লুকে মশগুল নেটপাড়া৷  

আরও পড়ুন- গাড়ি দুর্ঘটনার কবলে মালাইকা, ভর্তি হাসপাতালে

সারা


পাতাদৌ প্রিন্সেস সারা আলি খানের স্টাইল স্টেটমেন্ট সব সময়েই বেশ চমকপ্রদ। ট্রাডিশনাল পোশাক থেকে বিকিনি-সবেতেই তিনি দারুণ স্বচ্ছন্দ্য৷ মাঝে মধ্যেই হট লুকে ধরা দেন কেদারনাথ নায়িকা। তার সেই হট লুকে তোলপাড় নেটপাড়া৷ ছবি পোস্ট হতেই ভাইরাল৷ আরও একবার বিকিন লুকে ভক্তদের চমক দিলেন অভিনেত্রী৷ 

সারা


কালারফুল বিকিনির সঙ্গে খোলা চুল আর কানে স্টাইলিশ ইয়ার রিং-এ সারা যেন তুবড়ি৷ নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে গুচ্ছ ছবি আপলোড করেছেন এই গ্ল্যামডিভা। যা দেখে উষ্ণতার পারদ চড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ছুটির ফুরফুরে আমেজে ধরা দিয়েছেন সইফ-কন্যা।  

sara


গরম পড়তেই সমুদ্র সৈকতে ছুটি কাটাতে চলে গিয়েছেন সারা আলি খান। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে কোথাও দেখা গিয়েছে সমুদ্রের নীল জলরাশি৷ কোথাও আবার সৈকতে দাঁড়িয়ে পতৌদি প্রিন্সেস৷ কখনও আবার বালির ওপর শুয়ে পড়ে নিজেকে লেন্সবন্দী করেছেন৷ আর সব ছবির ইউএসপি বাড়িয়েছেন তাঁর ঠোঁটের কোনে লেগে থাকা মিষ্টি হাসি৷ ভক্তরা কেউ লিখেছেন, গর্জিয়াস৷ কেউ আবার দিয়েছেন হার্ট ইমোজি৷ কুড়িয়েছেন একরাশ প্রশংসা৷ 

Around The Web

Trending News

You May like