নাম ভাঁড়িয়ে থাইল্যান্ড গিয়েছিলেন সারা, হোটেলেও ছিলেন ওই নামে

মুম্বই: সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছিল এখন কারও অজানা নয়। একসঙ্গে থাইল্যান্ডের বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সারার জন্যই সুশান্ত ভাড়া করেছিলেন চার্টার্ড বিমান। এই প্রসঙ্গে সামনে এসেছে আরও এক নতুন তথ্য। জানা গিয়েছে সারা নিজের নামে থাইল্যান্ডে যাননি। ভুয়ো পরিচয়ে সুশান্তের সঙ্গে সেই ট্রিপে গিয়েছিলেন 'কেদারনাথ' অভিনেত্রী।
 

মুম্বই: সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছিল এখন কারও অজানা নয়। একসঙ্গে থাইল্যান্ডের বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সারার জন্যই সুশান্ত ভাড়া করেছিলেন চার্টার্ড বিমান। এই প্রসঙ্গে সামনে এসেছে আরও এক নতুন তথ্য। জানা গিয়েছে সারা নিজের নামে থাইল্যান্ডে যাননি। ভুয়ো পরিচয়ে সুশান্তের সঙ্গে সেই ট্রিপে গিয়েছিলেন 'কেদারনাথ' অভিনেত্রী।

সারা সুলতান নামের মুম্বই থেকে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন সইফ আলি খানের কন্যা। সেখানকার হোটেলেও সারা সুলতান নামেই ছিলেন অভিনেত্রী। সারা ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্কের খবর যাতে কেউ না জানতে পারে তাই নিজের পরিচয় গোপন করে মুম্বই থেকে থাইল্যান্ড পাড়ি দেন সারা। সারার জন্যই সুশান্তর চার্টার্ড ফ্লাইট ভাড়া করেছিলেন। এমনকি থাইল্যান্ড থেকে মুম্বই ফেরার পরও সারা ও সুশান্তকে একসঙ্গে দেখা যায়নি। মুম্বই পৌঁছানোর পর স্যামুয়েল হাউসকিপের সঙ্গে বিমানবন্দরের বাইরে আসেন সারা। অন্যদিকে অন্য গেট দিয়ে বের হন সুশান্ত। স্যামুয়েল হাউকিপ জানিয়েছেন, 'কেদারনাথ' ছবির শুটিংয়ের সময় থেকেই সারা ও সুশান্তের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দুজনে দুজনকে যেমন ভালোবাসতেন তেমন শ্রদ্ধাও করতেন। কিন্তু সুশান্তের 'সোনচিড়িয়া' বক্স অফিসে ফ্লপ করার পরই তাঁদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। অনেকেরই অনুমান মুভি মাফিয়াদের চাপেই সরে আসতে বাধ্য হন সারা।

কিছুদিন আগে সুশান্তের বন্ধু সাবির আহমেদ জানিয়েছেন ৭ জন ছিলেন সেই সফরে। সুশান্ত সিং রাজপুত নিজে, সারা আলি খান, সিদ্ধার্থ গুপ্তা, কুশল জাভেরি, আব্বাস এবং সুশান্তের দেহরক্ষী মুস্তাক ছিলেন ট্রিপে। এছাড়া সবির নিজে তো ছিলেনই। ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রাইভেট জেটে ব্যাংকক গিয়েছিলেন। তিনি এও জানিয়েছেন প্রথম দিনে সবাই মিলে সি-বিচে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকে সুশান্তর আর সারা হোটেলের বাইরে বেরোননি। সবাই ঘুরতে বের হলেও হোটেলের ঘরেই এই সময়টা কাটান তাঁরা দুজনে। প্রসঙ্গত এই নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন রিয়া। তার বিরুদ্ধে যখন আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল তখনই রিয়া জানিয়েছিলেন তিনি সুশান্তের জীবনে আসার অনেক আগে সুশান্ত ৬ জন ব্যক্তির সঙ্গে তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। তখন ৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন সুশান্ত। সবাইকে প্রাইভেট জেটে নিয়ে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *