প্রথম কেমোথেরাপি সফল, মুম্বইয়ের হাসপাতালেই চলছে মুন্নাভাইয়ের চিকিৎসা

মুম্বই: মাসখানেক আগে এসেছিল দুঃসংবাদ। জানা গিয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। স্টেজ ফোরে রয়েছেন তিনি। এরপরই অনুরাগী মহলে নেমে এসেছিল মন খারাপের আবহ। এবার চিকিৎসা শুরু হল অভিনেতার। তাঁর প্রথম পর্যায়ের কেমোথেরাপি ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। সেই কেমোথেরাপি সফল হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

মুম্বই: মাসখানেক আগে এসেছিল দুঃসংবাদ। জানা গিয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। স্টেজ ফোরে রয়েছেন তিনি। এরপরই অনুরাগী মহলে নেমে এসেছিল মন খারাপের আবহ। এবার চিকিৎসা শুরু হল অভিনেতার। তাঁর প্রথম পর্যায়ের কেমোথেরাপি ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। সেই কেমোথেরাপি সফল হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

১১ আগস্ট সঞ্জয় দত্তের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। অভিনেতা নিজে যদিও অসুস্থতার খবর জানাননি। তিনি টুইটারে পোস্ট করেছেন যে কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে চান। তার পরে জানা যায় স্টেজ থ্রির ক্যান্সারে আক্রান্ত অভিনেতা। তাঁর ফুসফুসে বাসা বেঁধেছে কর্কট রোগ। কিন্তু কিছুদিন পর জানা যায় স্টেজ থ্রি নয়। স্টেজ ফোরে পৌঁছে গিয়েছে অভিনেতার ক্যান্সার। জানা গিয়েছেল আমেরিকায় চিকিৎসার জন্য যাবেন সঞ্জয় দত্ত। কিন্তু মুম্বই বিস্ফোরণের সময় অস্ত্র আইনে জড়িয়ে পড়েছিল মুন্নাভাইয়ের নাম। তাঁর বেশ কয়েক বছর কারাবাসও হয়। সেই কারমে মার্কিন মুলুকের জন্য ভিসা পাননি অভিনেতা। এরপর শোনা যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও যেতে পারেননি সঞ্জয় দত্ত। তাঁর চিকিৎসা শুরু হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সঞ্জয় দত্ত।

আরও পড়ুন: এবার কাপুর পরিবারে করোনার থাবা, আক্রান্ত অভিনেতা অর্জুন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত সপ্তাহে সঞ্জয় দত্তকে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়। যার ফল ইতিমধ্যেই মিলতে শুরু করেছে বলে জানিয়েছেন অভিনেতার চিকিৎসকরা। জানা গিয়েছে যে পরের সপ্তাহের মঙ্গলবার অথবা বুধবার সঞ্জয় দত্তকে দ্বিতীয়বার কেমোথেরাপি দেওয়া হবে। তবে সম্পূর্ণটাই নির্ভর করছে অভিনেতার শারীরিক পরিস্থিতির উপর। অভিনেতা শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখতে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। তাঁরাই সঞ্জয় দত্তের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন। তবে কতগুলি কেমোথেরাপি নিতে হবে সঞ্জয় দত্তকে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। অভিনেতা শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকদের ওই টিম পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fifteen =