মুম্বই: সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন সঞ্জয় দত্ত। কিছুদিন আগে বিমানবন্দরে তাঁর একটি ছবি মুক্তি পেয়েছিল। বুধবার চুল কাটা পরে হাকিমের আলিম সেলুন থেকে বেরিয়ে আসতে দেখা গেল তাঁকে। সঞ্জয় দত্তকে তখন মিডিয়ার সঙ্গে সেলুনের বাইরে আলাপচারিতা করেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি নিজের গাড়ির দিকে হাঁটতে হাঁটতে মজা করে বলেন, “এখন অসুস্থ নই লিখবেন না যেন।”
ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকজন নেটিজেন তা শেয়ার করেছেন। সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম তাঁর সেলুনে সঞ্জয় দত্ত আসার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে সঞ্জয় দত্তকে এমন বলতে দেখা যেতে গিয়েছে যে সেলুনে ফিরে আসাই ভাল। তিনি আরও বলেছেন যে শিগগিরই তিনি তাঁর জীবনের সাম্প্রতিক ক্ষত, ক্যান্সারকে পরাজিত করবেন। তারপরে তিনি বলেন যে আলিম ও তিনি একসঙ্গে অনেকটা পথ এসেছেন। প্রসঙ্গত আলিম ছিলেন দত্তের প্রথম চলচ্চিত্র রকির হেয়ারস্টাইলিস্ট। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “আমাদের প্রিয় রকস্টার সঞ্জয় দত্ত আজ আ হার্ট অফ গোল্ড অ্যাট সেলুন এইচএ-তে এসেছিলেন। আজ হাকিমের আলিম তাঁর হেয়ার কাট করেন। বিশেষজ্ঞদের দ্বারা নির্দেশিত সমস্ত প্রয়োজনীয় সতর্কতা মেনে চুল কাটেন তিনি।”
@duttsanjay snapped today at #hakimaalim salon..😍 #sanjaydutt#sanjayduttismyhero#sanjaydatt
মাসখানেক আগে সঞ্জয় দত্তের অসুস্থতার খবর সামনে আসে। জানা যায় তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। রোগ স্টেজ ফোর পর্যায়ে রয়েছে তাঁর। এখান থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মত অনেক বিশেষজ্ঞের। ফলে সঞ্জয় দত্তের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়ছে। এরই মধ্যে সামনে আসে একটি ছবি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই তাঁর স্বাস্থ্যের জন্য চিন্তিত। কিছুদিন আগে অভিনেতা সঞ্জয় দত্তের একটি ছবি ঘুরে বেড়াচ্ছিল নেটদুনিয়ায়। ছবিতে অভিনেতাকে একটি নীল কলার টি-শার্ট ও গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট পরে দেখা গিয়েছিল। পায়ে ছিল সাদা ক্যানভাসের জুতো। কাঁধে একটি স্লিং ব্যাগ। ছবিতে তাঁকে বেশ দুর্বল দেখাচ্ছিল। আর তা দেখেই উদ্বেলিত ভক্তরা। মুন্নাভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। ছবিতে সঞ্জয় দত্ত তাঁর এক ভক্তের সাথে পোজ দিয়েছেন। ছবিতেই বেশ দুর্বল দেখাচ্ছে তাঁকে। অসুস্থতার জন্য অনেকটাই রোগা হয়েছেন তিনি। ওজনও হ্রাস পেয়েছে তাঁর। একজন সোশ্যাল সাইটে মন্তব্য করেছেন, “বাবাকে খুব দুর্বল দেখাচ্ছে। আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।” অন্য একজন লিখেছেন, “আশা করি তিনি শীঘ্রই ভাল হয়ে উঠবেন।”