এবার ওয়েব সিরিজে দেখা যাবে সানিয়া মির্জাকে, চালাবেন যক্ষা নিয়ে সচেতনতা প্রচার

মুম্বই: টেনিস কোর্টের পর এবার পর্দা কাঁপাতে চলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শোনা যাচ্ছে একটি ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সিরিজটি যক্ষ্মা (টিবি) সম্পর্কে সচেতনতা তৈরি করবে। এর নাম ‘এমটিভি নিশড অলোন টুগেদার’। এই শোতেই অংশ নিতে চলেছেন সানিয়া।

মুম্বই: টেনিস কোর্টের পর এবার পর্দা কাঁপাতে চলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শোনা যাচ্ছে একটি ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সিরিজটি যক্ষ্মা (টিবি) সম্পর্কে সচেতনতা তৈরি করবে। এর নাম ‘এমটিভি নিশড অলোন টুগেদার’। এই শোতেই অংশ নিতে চলেছেন সানিয়া।

সানিয়া জানিয়েছেন যে ওয়েব সিরিজটি যুবসমাজকে একটি অনন্য এবং কার্যকর উপায়ে এই রোগ সম্পর্কে সচেতন করবে। সেভাবেই তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। সানিয়া জানান, টিবি আমাদের দেশের স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলির মধ্যে অন্যতম। সারা দেশে যক্ষায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৩০ বছরের নিচে। এর জন্য দায়ী ভুলত্রুটিগুলি মোকাবেলা করে সেগুলি পরিবর্তন করা প্রয়োজন বলে জানান সানিয়া। তিনি আরও বলেন, যক্ষ্মায় সবসময় ঝুঁকি থাকে। করোনার মহামারীর সময় অই ঝুঁকি আরও বেড়েছে। যক্ষা নিয়ন্ত্রণের লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন এবং এটিই তাঁকে ভূমিকা পালনের জন্য প্ররোচিত করেছিল। তাঁর আশা যে পর্দায় তাঁর উপস্থিতি সম্মিলিতভাবে টিবির সঙ্গে লড়াই করতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে কোনওভাবে সহায়তা করবে।

পাঁচ পর্বের ওয়েব সিরিজটি হঠাৎ লকডাউনের পরে বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হওয়া সদ্য বিবাহিত দম্পতি ভিকি এবং মেঘার গল্প দেখাবে। ভিকি ও মেঘার চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান। সানিয়া লকডাউনের সময় তরুণ দম্পতিরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সে সম্পর্কে কথা বলবেন। অভিনেতা অক্ষয় নলওয়াদে ও আশ্বিন মুশরানও এই শোতে অভিনয় করবেন। এটি ২০২০ সালের নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিশালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে চালু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *