কলকাতা: শারীরিক অসুস্থতার জন্য বিগত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মাঝে কোভিড হয়েছিল তাঁর। সেখান থেকে সেরে ওঠার পরে কিছু দিন ভাল থাকলেও মাঝে আবার অসুস্থ হয়ে পড়েন। কোমরে অস্ত্রপচার হয়েছিল সম্প্রতি। তারপরেই আবার অবস্থার অবনতি হওয়া শুরু হয় ‘গীতশ্রীর’। আজ সন্ধ্যে বেলায় প্রয়াত হলেন তিনি।
আরও পড়ুন- দিঘার হোটেলের ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের!
কিছুদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ আচমকা ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতেই চিকিৎসার তৎপরতা শুরু হয়৷ খবর পেয়েই তাঁকে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে জানা যায় তাঁর কোভিড হয়েছে। সেই মতো চিকিৎসা শুরু হয়। কোভিড মুক্ত হওয়ার পর কিছু সময় ভাল ছিলেন তিনি। কিন্তু পরে আবার শরীর খারাপ হয়। কয়েক সপ্তাহ আগে আবার তাঁকে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী দেওয়ার জন্য ফোন করা হয়। মনে করা হচ্ছিল এই ইস্যুতে কথা বলতে চাওয়ার জন্য আরও অনেক ফোনের কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। এই বয়সে হয়তো এই রকম চাপ নিতে পারেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। তাই হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সম্প্রতি বহু ফোন এসেছিল তাঁর কাছে৷ তাঁকে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে হয়েছিল৷ পরিবারের কথায়, এটাই অসুস্থ হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল।