মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। সুশান্তের বাবা কয়কেদিন আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে বিহার পুলিশের কাছে মামলা করেন। তারপর থেকে রিয়াকে মুম্বইয়ে তার বাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই সুশান্তের বন্ধু সন্দীপ সিং রাজপুত জানালেন, তিনি লিখিত বক্তব্য পেশ করলেও মুম্বই পুলিশ তা গ্রহণ করেনি।
ক্রমশ জটিল হচ্ছে সুশান্ত মৃত্যু মামলা। ১৪ জুন মুম্বইয়ের বাড়িতে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। এরপর শুরু হয় তদন্ত। নাম জড়িয়েছে অনেক বলিউড তারকাদের। বিশেষ করে সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং পরিচালক মহেশ ভাটের নাম এসেছে সবার আগে। সুশান্তের অনুরাগীরা দাবি করেছে এ বিষয়ে মুম্বই পুলিশ স্বাধীন ভাবে কাজ করছে না। প্রাথমিক তদন্তে সুশান্তের আত্মহত্যার খবর মেনে নিতে নিতে চায়নি তাঁর ভক্তরা। সুশান্তকে মেরে ফেলা হয়েছে বলে দাবি একাংশের। এমনকী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রাহ্মনিয়াম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছিলেন এ বিষয়ে তিনি একজন আইনজ্ঞ নিয়োগ করেছেন, সিবিআই তদন্তের দাবিতে। সুশান্তের প্রাক্তন বান্ধবী অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে কয়েকদিন আগে রিয়া সম্পর্কে কিছু তথ্য ফাঁস করেন মুম্বই পুলিশের কাছে। এবার প্রকাশ্যে এলেন সুশান্তের বন্ধু সন্দীপ।
সুশান্তের মৃত্যুর খবর পেয়েই কয়েক মিনিটের মধ্যে সন্দীপ সেখানে পৌঁছে গিয়েছিলেন ১৪ জুন। এরপর সুশান্তে'র বোন মিতু সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে যখন সুশান্তেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়েছিলেনন তখন সেখানে উপস্থিত ছিলেন সন্দীপ। একটি সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে সন্দীপ বলেন, “সুশান্ত আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। তাই ওঁকে খুন করাই হয়েছে। এ বিষয়ে আমি লিখিত বক্তব্য দিতে চাইলেও মুম্বই পুলিশ তা গ্রহণ করেনি।”