‘হালাল প্রেম’-কে অপূর্ব বললেন সানা, স্বামীর সঙ্গে নতুন ছবি পোস্ট অভিনেত্রীর

‘হালাল প্রেম’-কে অপূর্ব বললেন সানা, স্বামীর সঙ্গে নতুন ছবি পোস্ট অভিনেত্রীর

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী তথা বিগ বস খ্যাত সানা থান সম্প্রতি নিকাহ সেরেছেন গুজরাতের মৌলানা মুফতি আনস সৈয়দের সঙ্গে৷ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া ভাবেই বসেছিল তাঁদের বিয়ের আসর৷ চলতি বছরের গোড়ায় অভিনয় জগতকে বিদায় জানিয়েছিলেন তিনি৷ সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন সানা৷ বিয়ের পর নিজের নামও বদলে ফেলেছেন প্রাক্তন অভিনেত্রী৷ এবার সামনে এল তাঁর বিয়ের না দেখা আরও কিছু ছবি৷ যা মুহূর্তে ভাইরাল ইন্টারনেটে৷ 

আরও পড়ুন- কৃষি বিক্ষোভকে সমর্থন সোনু সুদের, টুইট করে জানালেন প্রতিক্রিয়া

এদিন সাদা গাউন পরে দেখা যায় সানাকে৷ মাথায় সাদা হিজাব৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘তোমাকে বিয়ের আগে কোনও দিন ভাবতে পারিনি হালাল প্রেম এত সুন্দর৷’’  এর আগে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে ছিল সানা খানের। কিন্তু সেই সম্পর্ক টেকেনি৷ প্রেম ভাঙার পর এক সময় ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়োতে লুইসের নামে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি। তাঁর সঙ্গে সম্পর্কে থাকার সময় লুইস অন্য মেয়েদের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন সানা৷ এর পরেই মন ভেঙে গিয়েছিল সানার৷ সৈয়দের সঙ্গে বিয়ের ছবি ও ভিডিয়ো শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়৷ স্বামী মুফতি আনসের সঙ্গে হাতে হাত ধরে চলা ও কেক কাটার ভিডিয়ো ইন্টারনেট ছেয়ে যায়৷ 

আরও পড়ুন- ছাঁদনাতলায় অনির্বাণ, গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা৷ এর পর তিনি অভিনয় করেন ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে৷ বিগ বস-৬ এর বহু চর্চিত প্রতিযোগী ছিলেন তিনি৷ বিয়ের পর নিজের প্রথম যে ছবিটি শেয়ার করেছিলেন সানা তাতে তাঁখে দেখা গিয়েছিল লাল সোনালি লেহেঙ্গা পরে৷ পাশে স্বামী মুফতি আনাস। ক্যাাপশনে সানা লিখেছিন, ‘আল্লার জন্যাই একে অপরকে ভালবাসা, আল্লার জন্যইই একে অপরকে বিয়ে করা৷ আল্লাহ এই দুনিয়ায় আমাদের একত্রে রাখুন ও জান্নাহতে পুনর্মিলন ঘটান’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 15 =