পুরস্কারের টাকায় ঘরের চাল লাগাবেন সালমান আলি। হরিয়ানার ছেলে সালমান আলি ইন্ডিয়ান আইডল ১০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার পেয়েছেন ২৫ লাখ টাকা ও নতুন একটি গাড়ি। জানা গিয়েছে, সালমান আলির পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। যে ঘরে তাঁরা থাকেন, তাতে তেমন পোক্ত কোনও চাল নেই। পুরস্কারের টাকায় নিজের পরিবারের পাশে দাঁড়াতে চান ইন্ডিয়ান আইডল। পরিবারের দারিদ্র্য দূর করতে চান। তেব প্রথমেই ঘরের চাল দেবেন, যাতে বৃষ্টিতে তাঁদের ভিজতে না হয় কিংবা শীতের রাতে আর যেন কুয়াশা ঘরের ভেতরে ঢুকতে না পারে। নানা কারণে তাঁদের অনেক ঋণ নিতে হয়েছিল। এবার সেই ঋণও পরিশোধ করবেন সালমান। জানালেন, কখনও যদি তেমন সুযোগ পান, তাহলে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। কিছুদিন আগেও বিয়েবাড়িতে গান গেয়ে যে অর্থ পেয়েছেন, তাই দিয়ে কোনওমতে বেঁচেছিলেন সালমান আলি ও তাঁর পরিবার। কিন্তু সেই টাকায় বাড়ি সংস্কার করার কোনও সুযোগ ছিল না।
ইন্ডিয়ান আইডলের পুরস্কারের টাকায় পাকা বাড়ি করতে চান সালমান
পুরস্কারের টাকায় ঘরের চাল লাগাবেন সালমান আলি। হরিয়ানার ছেলে সালমান আলি ইন্ডিয়ান আইডল ১০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার পেয়েছেন ২৫ লাখ টাকা ও নতুন একটি গাড়ি। জানা গিয়েছে, সালমান আলির পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। যে ঘরে তাঁরা থাকেন, তাতে তেমন পোক্ত কোনও চাল নেই। পুরস্কারের টাকায় নিজের পরিবারের পাশে দাঁড়াতে চান ইন্ডিয়ান আইডল। পরিবারের