Aajbikel

মনে আছে সলমনের সেই নায়িকাকে? ৫২-তেও স্টানিং ভাগ্যশ্রী, দেখলে চমকে যাবেন

 | 
bhagya

মুম্বই:  বলিউডের সুপার-ডুপার হিট ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ আজও বি-টাউনে প্রেমর উষ্ণতা ছড়ায়৷ সলমান খানের সেই বিখ্যাত ছবির নায়িকাকে মনে আছে তো? হ্যাঁ, সেই মিষ্টি নায়িকা ভাগ্যশ্রীকে কি কেউ ভুলতে পারে! বিয়ের পর বলিউডকে আলবিদা জানিয়েছিলেন অভিনেত্রী৷ কিন্তু তাঁর জৌলুস একবিন্দু কমেনি৷ ৫২-তেও তিনি একই রকম স্টানিং৷ 

আরও পড়ুন- কখনও সুপার মডেল, কখনও বক্সার, কখনও আবার বাইক নিয়ে ছুটে বেড়ান এই পুলিশ অফিসার


সোশ্যাল মিডিয়াতেও ভাগ্যশ্রীর ফলোয়ার্স চোখ ধাঁধানো৷ ভাগ্যশ্রীর বন্ধুর সংখ্যাও নেহাত কম নয়৷ আর সেই বন্ধুদের হাত ধরেই আকাশে ডানা মেললেন অভিনেত্রী৷ সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন ভাগ্যশ্রী৷ তাঁর সঙ্গে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শিবা আকাশদ্বীপ শাবিরও৷ মেয়েদের সেই গ্যাং মিলে একসঙ্গে কাটালেন গালা টাইম৷ তাঁদের মস্তির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 


১৯৮৯ সালে সলমান খানের বিপরীতে বলিউডে অভিষেক হয়েছিল ভাগ্যশ্রীর৷ এই ছবিতে অভিনয় করে রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি৷ তবে খুব অল্প বয়সেই ১৯৯০ সালে হিমালয় দাশানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভাগ্যশ্রী৷ তাঁর দুই সন্তান রয়েছে৷ ছেলের নাম অভিমন্যু দাশানি৷ তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে৷ ভাগ্যশ্রীকে দেখা গিয়েছে কঙ্গনা রানাউতের থালাইভিতে৷ এর পর তাঁকে দেখা যাবে প্রভাস এবং পূজা হেগডের রাধেশ্যাম ছবিতে৷  

  
 

Around The Web

Trending News

You May like