‘বিগ বস’-এর মঞ্চে ইন্টারনেট সেনশেসন ইওহানি! ‘মানিকে মাগে হিথে’ শিখলেন সাল্লু ভাই

‘বিগ বস’-এর মঞ্চে ইন্টারনেট সেনশেসন ইওহানি! ‘মানিকে মাগে হিথে’ শিখলেন সাল্লু ভাই

মুম্বই:  শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৫’৷ আজ শনিবার চলতি সিজনের প্রথম ‘উইকেন্ড কা বার’৷ প্রথম উইকেন্ডেই থাকছে দারুণ চমক৷ সাল্লু ভাইয়ের সঙ্গে একই স্টেজে দেখা যাবে ইন্টারনেট সেনশেসন ইওহানি ডি’সিলভাকে৷ তাঁর কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ এখন দুনিয়া কাঁপাচ্ছে৷ এই গানের সুরেই শ্রীলঙ্কার এই গায়িকা হয়ে উঠেছে ইন্টারনেট সেনশেসন৷ 

আরও পড়ুন- উন্মুক্ত ক্লিভেজে হট ফটোশ্যুট, নেট পাড়ায় ঝড় তুললেন দিশা

 

ইওহানি তো থাকছেনই৷ সেই সঙ্গে বিগ বসে’র প্রথম ‘উইকএন্ড কা বার’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবেব প্রাক্তন প্রতিযোগী নিকি তাম্বোলি, রাহুল বৈদ্য, করণ প্যাটেল। এছাড়া আসছেন আস্থা গিল, অর্জুন বিজলানি, নিয়া শর্মা এবং ধবনী ভানুশালি। ইতিমধ্যে সলমন খানের সঙ্গে ইওহানি ডি’সিলভার প্রোমো ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়৷ মঞ্চে দাঁড়িয়ে সলমনকে মানিকে মাগে হিথে গানটি শেখান ইওহানি৷


শ্রীলঙ্কার সঙ্গীত শিল্পীর সঙ্গে মানিকে মাগে হিথে গানে গলা মেলান সলমন খান৷ এছাড়াও শনিবার   মনোরঞ্জন করতে দেখা যাবে ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী রাখি সাওয়ান্তকেও।  এই উইকেন্ড কা বার হবে গরবা স্পেশাল৷  প্রাক্তন বিগ বসের প্রতিযোগীরা মেতে উঠবেন গরবায়৷ রাখি সাওয়ান্তকে দেখা যাবে শিম্পাঞ্জি সাজতে৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =