মুম্বই: প্রধানন্ত্রীর নরেন্দ্র মোদির পর এবার কানহাইয়া কুমার৷ রাজনৈতিক ময়দান থেকে থেকে এবার পর্দায় আসছেন কানহাই৷ তবে, অভিনেতা হিসাবে নয়, কানহাইয়া আসছেন তাঁর জীবনের কাহিনি বলতে৷ কানহাই জীবন নির্ভর ছবি আসছে ওয়েব সিরিজে৷ আর সব কিছু ঠিকঠাক থাকলে কানহাইয়ার ভূমিকায় থাকবে বিশাল চমক। এই চরিত্র দিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখবেন সলমন খান।
বছর খানেক আগেও ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ ভারতে সেভাবে জনপ্রিয় ছিল না। বি টাউনের বড় মাপের অভিনেতাদের সেখানে দেখা যেত না। কিন্তু ২০১৯ সালে এসে অবস্থাটা পাল্টে গিয়েছে। দর্শক এখন সিনেমা হল বা টিভি ছেড়ে ওয়েব দুনিয়াতেই বিনোদনের জন্য বেশি আস্থা রাখছেন। সইফ আলি খান বা নওয়াজউদ্দিন সিদ্দিকিদের মতো প্রতিষ্ঠিত চিত্রতারকারা ইতিমধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এবার দেখা যেতে পারে সল্লু মিঞাকেও।
কী থাকবে ওয়েব সিরিজে? জানা গিয়েছে কাহিনি শুরু হবে ২০১৬ সাল থেকে, আর শেষ হবে ২০১৯ লোকসভায় কানহাইয়ার প্রার্থী হওয়া দিয়ে। বিহারের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে কানহাইয়া জেএনইউ-তে ছাত্র সংসদের সম্পাদক হয়েছিলেন। ২০১৬ সালে তাঁর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে দেশদ্রোহী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। জেলেও যেতে হয়। অবশ্য তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। লোকসভা নির্বাচন ২-এ তিনি বেগুসরাই কেন্দ্রে সিপিআই-এর টিকিটে প্রার্থী হয়েছেন। এই সবটাই দেখানো হবে সিরিজে। আপাতত ঠিক হয়েছে এই ওয়েব সিরিজের নাম হবে ‘তাণ্ডব’। এখনও পর্যন্ত সলমন বা আলি কেউই সরকারি ভাবে এই ওয়েব সিরিজ সম্পর্কে কোনও মুখ খোলেননি। কানহাইয়াও এই বিষয়ে কিছু বলেননি। কাজেই শেষ পর্যন্ত কানহাইয়ার ভূমিকায় ভাইজান অবতীর্ণ হন কি না সেটাই এখন দেখার।