“উড়িয়ে দেব গাড়ি”—সলমনকে সরাসরি হুমকি, তৎপর পুলিশ

মুম্বই: বলিউডের ‘ভাইজান’-এর নাম যেন যেন হিট লিস্ট সরছেই না! ফের একবার মৃত্যুর হুমকি পেলেন সলমন খান। এবার হুমকি এসেছে সরাসরি মুম্বইয়ের পরিবহণ দফতরের ওয়ারলি…

Salman Khan death threat

মুম্বই: বলিউডের ‘ভাইজান’-এর নাম যেন যেন হিট লিস্ট সরছেই না! ফের একবার মৃত্যুর হুমকি পেলেন সলমন খান। এবার হুমকি এসেছে সরাসরি মুম্বইয়ের পরিবহণ দফতরের ওয়ারলি অফিসের হোয়াটসঅ্যাপে। হুমকি বার্তায় লেখা—সলমনকে বাড়িতে ঢুকে খুন করা হবে৷ তাঁর গাড়িতে বোমা লাগানো হবে।

ওই মেসেজ সামনে আসতেই তৎপর মুম্বই পুলিশ। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ওয়ারলি থানায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার সেল। (Salman Khan death threat)

ফিল্মি হিরোর রিয়েল লাইফ থ্রিলার! Salman Khan death threat

সলমনের প্রতি এই হুমকি নতুন কিছু নয়। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে লরেন্স বিশ্নোই গ্যাং। সেই রেষেই বারবার উঠে আসছে তাঁর নাম।

২০২2: গ্যালাক্সির বাইরে বেঞ্চে চিঠি

2023: গোল্ডি ব্রারের নামে মেইল

2024: পানভেলে ঢোকার চেষ্টা, র‍্যান্ডসম দাবি

2025: হোয়াটসঅ্যাপে বোমার হুমকি!

বিশ্লেষকদের মতে, এটা শুধু হুমকি নয়—‌বলিউডকে টার্গেট করার একটা ধারাবাহিক প্যাটার্ন।

সলমনের জবাব, একেবারে ফিল্মি স্টাইলে! Salman Khan death threat

হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সলমন বললেন— “ভগবান, আল্লাহ উপরে আছেন। যতদিন আয়ু আছে, ততদিনই আছি। আর এখন তো শুধু গ্যালাক্সি থেকে শ্যুট, শ্যুট থেকে গ্যালাক্সি—এর বাইরে কিছুই নেই।”

তদন্তে নেমেছে পুলিশ, নজরে প্রযুক্তির ছাপ Salman Khan death threat

কে পাঠাল এই মেসেজ? কোথা থেকে পাঠানো হল? নম্বর কি ফেক?—এই সব প্রশ্নের উত্তর পেতে নেমে পড়েছে সাইবার তদন্তকারী দল। গ্যাং সংযোগ বা র‍্যাকেট? কিছুই উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিশ। অন্যদিকে, নিরাপত্তা ফের একবার আরও কঠোর করা হয়েছে সলমনের চারপাশে।

 

Entertainment: Bollywood superstar Salman Khan receives another death threat via WhatsApp to Mumbai’s transport office. Police launch investigation, FIR filed. Is this part of a larger pattern? Stay updated on the latest developments in this high-profile security case.