বিগ বসে রাখি সাওয়ন্তের বিছানা পরিষ্কার করলেন সলমন, লজ্জিত প্রতিযোগীরা

জমে গিয়েছে বিগ বসের ঘরের প্রতিযোগিতা। শোয়ের টিআরপি যা দিয়ে বাড়ি সেই হিংসা, ঘৃণা এবং ঝগড়া এখন নিত্য দিনের কাণ্ড হয়ে দাঁড়িয়েছে বিগ বসের ঘরে। তবে ঘরে আরও সমস্যার সৃষ্টি করেছেন বিগ বসের পুরোনো খেলোয়াড়রা। বিকাশ গুপ্তা, আরশি খান, রাখি সাওয়ান্ত ও রাহুল মহাজনদের প্রবেশের পর সমস্যা বেড়েছে। 

মুম্বই: জমে গিয়েছে বিগ বসের ঘরের প্রতিযোগিতা। শোয়ের টিআরপি যা দিয়ে বাড়ি সেই হিংসা, ঘৃণা এবং ঝগড়া এখন নিত্য দিনের কাণ্ড হয়ে দাঁড়িয়েছে বিগ বসের ঘরে। তবে ঘরে আরও সমস্যার সৃষ্টি করেছেন বিগ বসের পুরোনো খেলোয়াড়রা। বিকাশ গুপ্তা, আরশি খান, রাখি সাওয়ান্ত ও রাহুল মহাজনদের প্রবেশের পর সমস্যা বেড়েছে। 

সাধারণত বিগ বসের ঘরে প্রতিদিনের কাজ প্রতিযোগিদের নিজেদেরই করতে হয়। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসনমাজা, রান্নাবান্না সবই করেন প্রতিযোগীরা। এছাড়া ক্যাপ্টেন যা নির্দেশ দেন, সেই মতোও কাজ করতে হয় তাঁদের। কাজ প্রতিযোগীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এখন ঘরের বিছানা পরিষ্কারের দায়িত্ব পড়েছে নিকি তম্বোলি ও এজাজ খানের উপর। তবে রাখি সাওয়ান্তের সঙ্গে তাঁদের কারোরই সম্পর্ক ভাল নয়। তাই রাখির বিছানা পরিষ্কার করছেন না কেউ। তাঁর বিছানা বাদে সকলের বিছানাই পরিষ্কার করা হচ্ছে। এই নিয়ে সলমন খানও নিকিকে প্রশ্ন করেন। জানতে চান রাখির বিছানা তিনি কেন পরিষ্কার করেনি? উত্তরে নিকি স্পষ্ট জানান তাঁদের মধ্যে সমস্যা হচ্ছে। তাই তিনি রাখিকে এড়িয়ে চলতে চান। সেই কারণেই রাখির বিছানা পরিষ্কার করেন না তিনি।

তবে এই উত্তরের পর অব্যাহতি পাননি নিকি। সলমন খান তাঁকে বলেন, কাউকে এড়িয়ে চলতে পারেন নিকি। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব কেন পালন করবেন না? যদিও এরপর কথা বাড়াননি সলমন খান। তিনি নিজেই মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে বিগ বস হাউসে প্রবেশ করেন আর রাখির বিছানা পরিষ্কার করে দেন। সলমন এক প্রতিযোগীর বিছানা পরিষ্কার করছেন দেখে বিগ বসের সমস্ত প্রতিযোগী লজ্জিত। রাখি অভিনেতাকে বিরত করতে চেষ্টা করেন। বলেন, ‘আপনি করবেন না স্যার’। কিন্তু সলমন সে কথায় কান দেননি। উলটে বিছানা পরিষ্কার করার পর তিনি বলেন, “এটা সিরিয়াল বা অন্য কোথাও করার হলে তোমরা কিন্তু করতে।” এরপরই হাউজ থেকে বেরিয়ে যান সলমন। প্রসঙ্গত, গত সিজেনেও বাসন মাজেন সলমনকে। এবার তিনি বিছানা সাফ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =