দেবী লক্ষ্মীর রূপ আমাকে আকর্ষণ করে, বক্তা খোদ হলিউডের অভিনেত্রী

দেবী লক্ষ্মীর রূপ আমাকে আকর্ষণ করে, বক্তা খোদ হলিউডের অভিনেত্রী

নিউ ইয়র্ক: হলিউডে কাজ করেছেন দাপটের সঙ্গে৷ অভিনয় করেছেন একাধিক মেক্সিকান ছবিতেও৷ সাফল্য ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়৷ কিন্তু সবকিছু ছাপিয়ে এক দুর্বার টান তিনি অনুভব করেছেন দেবী লক্ষ্মীর প্রতি৷ এক অদ্ভূত অনুভূতি উপলব্ধি করেছেন তাঁর প্রতি৷ সোশ্যাল মিডিয়ায় মা লক্ষ্মীর ছবি শেয়ার করে এমনটাই জানালেন হলিউড তারকা সালমা হায়েক৷ 

আরও পড়ুন- জেলের মধ্যে ক্লাস নিতেন বন্দিদের, নিজেকে সুস্থ রাখতে আরও একটি কাজ করতেন রিয়া

তিনি জানান, দেবী লক্ষ্মীর সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেন তিনি৷ তাঁর জীবনে দেবী লক্ষ্মীর জায়গা, তাঁর গুরুত্ব কতখানি সে কথাই জানালেন সালমা৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,‘‘আমি যখন আমার অন্তরের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি, তখন দেবী লক্ষ্ণীকে স্মরণ করে ধ্যান শুরু করি৷ হিন্দু ধর্মে তিনি সম্পত্তি, সৌভাগ্য, ভালোবাসা, সৌন্দর্য, মায়া, আনন্দ এবং সমৃদ্ধির প্রতিমূর্তি৷ কোথাও যেন তাঁর রূপ আমাকে আনন্দিত করে তোলে৷ আর আনন্দই অন্তরের প্রকৃত সৌন্দর্যের সঙ্গে একাত্ম হওয়ার শ্রেষ্ঠ দরজা৷’’ 

তাঁর এই পোস্টে ১ লক্ষ লাইক পড়েছে৷ সালমার এই পোস্টটি দেখে আপ্লুত তাঁর ভারতীয় ভক্তরা৷ মাত্র ২৩ বছর বয়সে মেক্সিকান টেলিভিশন সিরিজ দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সালমা৷ এর পর নয়ের দশকে তিনি পা রাখেন হলিউডে৷ খুব শীঘ্রই সালমাকে দেখা যাবে মারভেলের ইটার্নালে৷ যেখানে তিনি অভিনয় করছেন আজক চরিত্রে৷ যাকে অমর এলিয়ানদের ‘জ্ঞানী এবং আধ্যাত্মিক’ নেতা হিসাবে গণ্য করা হয়৷ এর আগে ২০০২ সালে ‘ফ্রিডা’ ছবির জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন সালমা হায়েক। প্রখ্যাত চিত্রশিল্পী ফ্রিডা কাহালোর জীবনের উপর তৈরি ওই ছবির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি। 

আরও পড়ুন- পুরস্কার ফেরত নিয়ে কঙ্গনাকে ঠুকলেন স্বরা, একহাত নিলেন কঙ্গনাও

শুধু সালমাই নয়, ভারতীয় দেবদেবীর প্রতি এর আগেও আকৃষ্ট হয়েছেন হলিউড তারকারা৷ জুলিয়া রবার্টস, রাসেল ব্র্যান্ডের মতো তারকারও হিন্দু দেবদেবীর আরাধনা করে থাকেন৷ ২০১৯ সালে উইল স্মিথ হরিদ্বারে গঙ্গা আরতির একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘‘আমার ঠাকুমা বলতেন, অভিজ্ঞতাই আসল শিক্ষা দেয়৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =