সালমা আগার মেয়েকে ধর্ষণের হুমকি, সাইবার সেলে জানালেন অভিযোগ

মুম্বই: ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী সালমা আগার মেয়ে। ইনস্টাগ্রামে এই হুমকি পেয়েছেন তিনি। এই নিয়ে মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

মুম্বই: ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী সালমা আগার মেয়ে। ইনস্টাগ্রামে এই হুমকি পেয়েছেন তিনি। এই নিয়ে মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ইনস্টাগ্রামে কিছুদিন ধরেই সালমা আগার মেয়ে জারা খান ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছিলেন। সঙ্গে আসছিল অশালীন বার্তা। এরপরই তিনি সাইবার সেলে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। ২ নভেম্বর এক যুবতীর বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন জারা খান। অভিযোগ, হায়দরাবাদের এক তরুণী অভিনেত্রীর মেয়েকে হুমকি দিচ্ছিলেন। তাঁর বয়স ২৩ বছর। এমবিএ শিক্ষার্থী তিনি। তাঁর নাম নুরা সারাভার।

সালমা আগার মেয়ে জারা পুলিশকে জানিয়েছেন যে ২৮ অক্টোবর থেকে এই হুমকি পাচ্ছেন তিনি। ৩ নভেম্বর পর্যন্ত হুমকি পেয়েছেন। ইনস্টাগ্রামে একাধিকবার এসেছে ধর্ষণের হুমকি। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ে করেন। পুলিশের সাইবার সেল এর অনুসন্ধান শুরু করে। অভিযুক্তকে খুঁজেও পাওয়া যায়। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তখনই জানা যায় নুরা হায়দরাবাদে থাকেন। এমবিএ করছেন। নুরার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৩৫৪ এ, ৩৫৪ বি, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জেরায় তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রামে একটি নকল প্রোফাইল খোলেন তিনি। কিন্তু কেন জারাকে হুমকি দিচ্ছিলেন নুরা? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, জারা ও তাঁর সহকর্মীরা কোনও এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাঁরা নাকি নুরাকে হুমকি দিচ্ছিলেন। তাই পালটা জারাকে হুমকি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =