‘বাড়ি থাকলেই যদি আরও সন্তান হয়’! ভয়েই কি কাজে ব্যস্ত সইফ?

‘বাড়ি থাকলেই যদি আরও সন্তান হয়’! ভয়েই কি কাজে ব্যস্ত সইফ?

মুম্বই: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিউডে সবসময়েই লাইম লাইটে থাকেন সইফ আলি খান৷ ৫০ বছর বয়সে এসে চতুর্থবার বাবা হয়েছেন তিনি৷ প্রথম পক্ষের স্ত্রী অমৃতা রাওয়ের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান৷ অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর করিনা এখন সইফ ঘরনী৷ তাঁদেরও দুই সন্তান রয়েছে৷ সইফিনা-কে নিয়ে ভক্তদের আগ্রহেরও অন্ত নেই৷ এদিকে চার সন্তানের বাবা হয়েও সইফ এখনও ম্যাচো ম্যান৷ কিন্তু সম্প্রতি হলোটা কী? কেন আর বাড়িতে থাকতে চাইছেন না সইফ? কপিল শর্মার শো’তে এসে নিজেই সেই তথ্য ফাঁস করলেন ছোটে নবাব৷ 

আরও পড়ুন- ‘আমি তোমায় ভালবাসি..’,নীলাঞ্জনকে জড়িয়ে ধরে সটান চুমু ইমনের

সইফ

আপাতত নিজেকে কাজের ব্যস্ত রাখতে চাইছেন পতৌদির নবাব৷ কিন্তু কেন এমনটা করছেন তিনি? কপিল শর্মার শো’তে এসে নিজেই জানালেন সেটা৷ বোমা ফাটিয়ে বললেন, বাড়িতে থাকলে যদি আরও বাচ্চা হয়ে যায়, তাই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন তিনি৷ প্রসঙ্গত, বাবলি অর বান্টি ২ ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন সইফ৷ সেই ছবির প্রচারেই এসেছিলেন তাঁরা৷ তখনই এই বোমাটা ফাটান সইফ৷ 

সইফ

কপিল শর্মার শো মানেই মজায় মজায় গোপন কথা ফাঁস৷ এদিন সইফ আলি খানের কাছে কপিল জানতে চান, গত ফেব্রুয়ারি মাসে বাবা হয়েছেন সইফ৷ সংসারের দায়িত্বও বাড়ছে৷ এর ফলেই কি ইদানিং আরও বেশি করে কাজ করছেন তিনি? কপিলের বলে ছক্কা হাঁকিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে সইফ বলেন,‘পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছি না। আমার ভয় হয়৷ যদি বাড়িতে বসে থাকি, তাহলে আমার আরও সন্তান হয়ে যাবে৷ ’ সইফের এই উত্তর শুনে হেসে খুন কপিল-রানি থেকে সমস্ত দর্শক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =