পতৌদি পরিবারে খুশির খবর, ফের মা হচ্ছেন করিনা

পতৌদি পরিবারে খুশির খবর, ফের মা হচ্ছেন করিনা

 

মুম্বই:  খুশির খবর পতৌদি পরিবারে৷ ফের মা হতে চলেছেন বেবো৷ বুধবার সইফ আলি খান ও করিনা কাপুর খান যৌথ বিবৃতিতে জানান, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবার বাড়ছে। আমাদের শুভাকাঙ্খীদের শুভেচ্ছা আর ভালোবাসার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’’ 

বেশ কয়েকদিন ধরেই করিনার মা হওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল বি-টাউনে৷ বুধবার সইফ-করিনা নিজেরাই স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘এবার বড় দাদা হতে চলেছে তৈমুর৷ আমাদের সংসারে নতুন সদস্য আসছে৷ সবার শুভেচ্ছা চাই৷’’ ওমকারা, তাসান, এজেন্ট বিনোদ এবং কুরবান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে সইফ-করিনাকে৷  ২০১২ সালে বিয়ে করেন এই সেলেব কাপল৷ ২০১৬ সালের ডিসেম্বরে তাঁদের কোলে আসে প্রথম সন্তান তৈমুর৷  

আরও পড়ুন- ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত, ফের দুঃসংবাদ বলিউডে

সইফ-করিনা এই খুশির খবর জানানোর কয়েক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানান সোহা আলি খান৷ দাদা সইফ আলি খানের একটি ছবিও পোস্ট করেন তিনি৷ ছবিটার ক্যাপশন দেন ‘দা কোয়াডফাদার’৷ সোহা তাঁর পোস্টে লেখেন, ‘‘করিনা কাপুরকে শুভেচ্ছা৷ সুস্থ থাকো, ভালো থাকে৷ দা উজ্জ্বল থেকো৷’’

করিনার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন ছোটে নবাব৷ ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ প্রথম পক্ষে দুই সন্তান রয়েছে সইফের৷ সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান৷ সম্প্রতি নিজের ২৫ তম জন্মদিন পালন করেছেন সারা৷ 

আরও পড়ুন- রিয়ার দাবি করা চিঠিতে হাতের লেখা সুশান্তের নয়! ঘনাচ্ছে নতুন রহস্য

করিনা কাপুরকে শেষ দেখা গিয়েছে আংরেজি মিডিয়াম ছবিতে৷ ওই ছবিতে তাঁর সহ অভিনেতা ছিলেন প্রয়াত ইমরান খান৷ এর পর করণ জোহরের ‘তখত’ এবং আমির খানের ‘লাল সিং চড্ডা’ ছবিতে দেখা যাবে বেবোকে৷ অন্যদিকে, সইফের হাতেও রয়েছে ‘হান্টার’ এবং ‘ভূত পুলিশ’-এর মতো ছবি৷ 

আনলক ওয়ান শুরু হওয়ার পরই করিনা, সইফ ও তৈমুরকে দেখা গিয়েছিল মেরিন ড্রাইভে৷ সেই সময় তৈমুরের মুখে মাস্ক না থাকায় তা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল। তবে করিনার ঢিলেঢালা পোশাক নজর এড়ায়নি পাপারাৎজিদের। বেবি-বাম্পের জন্যই হয়তো ঢিলে পোশাক পরতে শুরু করেছিলেন করিনা। তবে দিন ১৫ অগেও এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন সইফ৷ এদিন নিজেই বাবা হওয়ার খবর জানালেন ছোটে নবাব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *