সুশান্তের মৃত্যুর রেশ? সবচেয়ে বেশি ডিসলাইক পেয়ে রেকর্ড ‘সড়ক ২’র ট্রেলারের

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চায় ছিল 'সড়ক ২'। এবার ছবির ট্রেলার যখন মুক্তি পেল, তখন তা রীতিমতো রেকর্ড গড়ে ফেলল। তবে ইতিবাচক ভাবে নয়। সবচেয়ে বেশি ডিসলাইকের রেকর্ড গড়েছে ছবির ট্রেলার। দেশের ‘মোস্ট ডিসলাইকড ট্রেলার’ হিসেবে রীতিমতো ইতিহাস গড়ল ছবিটি।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চায় ছিল 'সড়ক ২'। এবার ছবির ট্রেলার যখন মুক্তি পেল, তখন তা রীতিমতো রেকর্ড গড়ে ফেলল। তবে ইতিবাচক ভাবে নয়। সবচেয়ে বেশি ডিসলাইকের রেকর্ড গড়েছে ছবির ট্রেলার। দেশের ‘মোস্ট ডিসলাইকড ট্রেলার’ হিসেবে রীতিমতো ইতিহাস গড়ল ছবিটি।

এর আগে এই রেকর্ড ছিল ‘কল অফ ডিউটি’-র দখলে। কিন্তু সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল 'সড়ক ২'। ট্রেলার রিলিজের ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে হুড়হুড় করে বাড়তে থাকে ডিসলাইকের সংখ্যা। ট্রেলারে ডিসলাইকের সংখ্যা লাইকের চেয়ে প্রায় ১৮ গুণ বেশি। ট্রেলারটির ইউটিউবে ভিউয়ার্স সংখ্যা ২ কোটি ৪৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে এটি লাইক করেছেন মাত্র ৩৭২ হাজার জন। আর ডিসলাইক করেছেন ৬৯ লক্ষেরও বেশি মানুষ। এমন 'ফাটাফাটি' সংখ্যার বৈষম্য আর কোনও ট্রেলারের ক্ষেত্রে দেখা যায়নি। ফলে এটি য়ে রেকর্ড করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে মজার বিষয় হল শুধু ভারতেই যে 'সড়ক ২'র ট্রেলার রেকর্ড করেছে, তা নয়। বিশ্বের সবচেয়ে ১০টি অপছন্দের ট্রেলারের তালিকাতেও স্থান পেয়েছে এটি। এই তালিকায় 'সড়ক ২'র ট্রেলারের স্থান ৭ নম্বরে।

সুশান্তের মৃত্যুর পর থেকেই ‘সড়ক-২’ নিয়ে চর্চা চলছিল। শোনা যাচ্ছিল ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। এই কারণে নাকি মহেশ ভাটের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। এই নিয়ে তাঁদের মধ্যে মিটিংও হয়। কিন্তু তারপর সুশান্তকে বাদ দিয়ে ছবিতে আদিত্য রয় কাপুরকে নেওয়া হয়। এই খবর সামনে আসার পর থেকেই স্বজনপোষণের অভিযোগ উঠতে থাকে নির্মাতাদের বিরুদ্ধে। সুশান্তের জামাইবাবুও ছবিটিকে ৮০ শতাংশেরও বেশি স্বজনপোষণকে মাথায় রেখেই বানানো বলে জানান। এর রোষ এসে পড়ে ছবির উপর। পোস্টার বের হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় নিন্দার ঝড়। ট্রেলার রিলিজের পর তা আরও বাড়ল।
তবে এই লাইক ও ডিসলাইকের যুদ্ধে কিন্তু বাজি মেরে দিয়েছে প্রযোজনা সংস্থা। কারণ লাইক হোক বা জিসলাইক, যাই করতে হোক না কেন, লিঙ্কটা তো ক্লিক করতেই হবে। আর তাই হু হু করে বাড়ছে এক ভিউয়ার্স। এতটাই, যে এখন এই 'সড়ক ২'-এর ট্রেলার ট্রেন্ডিং। 'সড়ক ২' ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর, সঞ্জয় দত্ত, যিশু সেনগুপ্ত ও পূজা ভাট। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট। ছবিটি প্রযোজনা করেছে বিশেষ ফিল্মস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =