‘মানুষের গায়ে শকুন শকুন গন্ধ পাই’, আক্ষেপের সুরে লম্বা বার্তা সব্যসাচীর

‘মানুষের গায়ে শকুন শকুন গন্ধ পাই’, আক্ষেপের সুরে লম্বা বার্তা সব্যসাচীর

কলকাতা: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা চলছে। টানা প্রায় ২০ দিন হতে চলল তিনি হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই একবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর পর্যন্ত রটে গিয়েছিল। সেই নিয়ে লোকের ভুল ভাঙাতে হয়েছিল খোদ তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরীকে। এবার ফেসবুকে লম্বা বার্তা দিয়ে কার্যত আক্ষেপের সুরে মানুষের একাংশের আচরণ নিয়ে বক্তব্য রাখলেন তিনি। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, ঐন্দ্রিলা আছে এবং থাকবে।

আরও পড়ুন- ঐন্দ্রিলার পাশে সারক্ষণ বসে সব্যসাচী, কী ভাবে হাসপাতালে দিন কাটছে তাঁর?

সব্যসাচী তাঁর ফেসবুক পোস্টে ঐন্দ্রিলার শারীরিক স্থিতি নিয়ে বার্তা দিয়ে লিখেছেন, ”মানুষের গায়ে আজকাল বড়ই শকুন শকুন গন্ধ পাই। গত দুইদিন ধরে হাসপাতালের নিচে বেশ ভিড় জমেছিলো, ওর অবস্থার উন্নতি ঘটাতে কাল রাত থেকে একেবারে খাঁ খাঁ করছে।” আসলে তিনি এও জানিয়েছেন যে, বিগত কয়েক ধরে বেশকিছু ইউটিউবার এবং মিডিয়ার লোকজন হাসপাতালের নীচে ঘোরাঘুরি করছিল। কিন্তু এখন তারা আর নেই সেরকম। এদিকে, নিজের পোস্টে নাম না করে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেও খোঁচা দিয়েছেন সব্য। ঋত্বিক একটি পোস্ট করেছিলেন যে, যার কাছে প্রার্থনা করা হয়, তিনি ফেসবুক করেন কিনা। পাল্টা এদিন সব্যসাচী লিখেছেন, ”ঈশ্বর ফেসবুক করেন না আমি জানি, তাই লিখেছিলাম মন থেকে প্রার্থনা করুন, ‘ফোন’ থেকে করুন লিখিনি।”

তাহলে এখন ঐন্দ্রিলা ঠিক কেমন আছেন? সেই তথ্যও নিজের পোস্টে দিয়েছেন সব্যসাচী। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। তাঁর কথায়, ”ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে। রাখে বড়মা, তো মারে কোন…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =