রাগ কমাতে মনোবিদের দ্বারস্থ রূপঙ্কর! মেয়ে-বউ-এর নিরাপত্তা কেড়েছিল ঘুম

রাগ কমাতে মনোবিদের দ্বারস্থ রূপঙ্কর! মেয়ে-বউ-এর নিরাপত্তা কেড়েছিল ঘুম

কলকাতা: ‘হু ইজ কেকে’? এই একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়েছিল৷ তীব্র জনরোষের মুখে পড়তে হয়েছিল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচিকে। বলিউডের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র মৃত্যুর পর কার্যত বয়কট করা হয় রূপঙ্করকে৷ সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হুমকি দেওয়া হয় শিল্পীকে৷ ভয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়েছিল তাঁকে৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর দিনগুলির কথা স্মরণ করলেন রূপঙ্কর। 

আরও পড়ুন- হাত দিয়ে আড়াল করলেন বক্ষযুগল, দুধ সাদা বিছানায় টপলেস উরফি ঘুম ওড়ালেন ভক্তদের

এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রূপঙ্কর বলেন, ‘যেদিন একজন কমেন্ট করল আমার মাকে ধর্ষণ করা উচিত, সারা রাত কষ্টে ঘুমোতে পারিনি৷ মনে হয়েছিল ভাগ্যিস ২০১৩ সালে উনি চলে গিয়েছেন। যারা এগুলো করছেন তাঁদের জন্য বলব ভগবান আপনাদের ভালো করুক। আপনারা ভালো হন, সুস্থ হন।’’ শিল্পীর কথায়, ‘‘এমন কথাবার্তা শুনতে হয়েছে যে…৷ আমার মেয়েকে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে,  তোর বাবা একটা… এগুলো করবেন না। আপনারও ছেলেমেয়ে আছে, ভাইবোন আছে। ওদের কথা ভেবেও দেখবেন আর করতে ইচ্ছে করবে না।’

 
রূপঙ্কর আরও বলেন, ‘সেই সময় মেয়েকে নিয়ে খুব ভয় পেয়েছিলাম। ও মেট্রো করে স্কুল যায়। অনেকেই ওকে চেনে। আমার বউয়ের জন্যেও ভয় লাগত। সারাক্ষণ ওদের নিয়ে চিন্তা করতাম। আমি ভীত হয়ে পড়েছিলাম৷ আমাকে শেষ পর্যন্ত টালা থানায় যেতে হয় নিরাপত্তা চাইতে। আপনাদের বলব এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন। কাওকেই করবেন না।’’ ওই সাক্ষাৎকারের কথা প্রসঙ্গে রূপঙ্কর জানান, ওই ঘটনার পর মনোবিদের কাছে গিয়েছিলেন তিনি। তবে এমনসব ওষুধ দেওয়া হয়েছিল, যা খেলে তাঁর ঘুম পেত। ফলে আর চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।