Aajbikel

যশরতের পোস্ট ঘিরে সম্পর্কে তিক্ততার জল্পনা!

 | 
যশ

কলকাতা: নুসরতের পোস্ট ঘিরে ফের প্রশ্নের উদ্রেক৷ নিজের ইন্টাগ্রাম অ্যাকাউন্টে নুসরত লিখেছেন, যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর যা ভালবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না! এই লেখাতেই চোখ আটকেছে নেটিজেনদের। 


নুসরতের হঠাৎ এরকম লেখার কারণ কী? তা নিয়েই ফের নেটপাড়ায় নেটিজেনদের মধ্য়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। আর এই গুঞ্জনে বারুদ ঢেলেছেন নুসরতের সঙ্গী খোদ যশই৷ নুসরতের এই পোস্টের পাশাপাশি যশও তাঁর প্রোফাইলে একটি পোস্ট করেছেন৷ যা দেখে নেটিজেনরা বলছেন যে, নুসরতের লেখার পালটা জবাব! যশ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, কেন খাঁচায় বন্দি হয়ে আছ? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।


উল্লেখ্য, পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে যশ ও নুসরতকে। কয়েকদিন আগেই কাশ্মীরে গিয়ে এই ছবির গানের শুটিং সেরে এসেছেন যশরত। তারপরেই দুই অভিনেতা নিজেদের ইনস্টা স্টোরিতে এই ধরনের পোস্ট করায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। নুসরত ও যশের সাম্প্রতিক এই পোস্ট থেকে নেটিজেনরা তাঁদের সম্পর্কের তিক্ততার গন্ধও পেতে শুরু করেছেন৷ যশরতের সম্পর্কে তিক্ততা  ইঙ্গিতের জল্পনা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায়৷ 
 

Around The Web

Trending News

You May like