কলকাতা: করোনা পরিস্থিতিতে ধুঁকছে এখন গোটা দেশ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। ভ্যাকসিন আবিষ্কারও এখন দূর অস্ত। এই পরিস্থিতিতে সতর্কতার একমাত্র রাস্তা সামাজিক দূরত্ব মেনে চলা। এর পাশাপাশি মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু তা থেকে অনেক দরিদ্র মানুষ বঞ্চিত। সেইসব মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
করোনা শুরুর প্রথম থেকে সচেতনতার প্রচারিত শামিল হয়েছেন রুদ্রনীল। এবার সরাসরি দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন তিনি। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। সচেতনতা প্রচার ছাড়াও করোনা থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করলেন অভিনেতা। যুক্ত হলেন জননী স্বাস্থ্যের স্বাধীনতার সঙ্গে। 'জননী' একটি ব্যাগ যার মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ভিটামিন সি ইত্যাদি। গল্ফগ্রিনের রংকল বস্তিতে প্রায় সাড়ে ৩০০ পরিবারেরকে এই ব্যাগ বিতরণ করেছেন অভিনেতা। যদিও তিনি চান ৫ লক্ষ পরিবারের কাছে এই সাহায্য পৌঁছে দিতে। এছাড়া মাসে ১৫ থেকে ২০ জন বস্তিবাসীর বিনামূল্যে চিকিৎসার কথাও ঘোষণা করেন তিনি।
ফেসবুকে রুদ্রনীল লিখেছেন, “#জননী-স্বাস্থ্যের স্বাধীনতা #যা_আপনার_তা_ওদেরও! শুধু আমরাই মাস্ক,গ্লাভিস,স্যানিটাইজার, ভিটামিন সি তে নিজেদের নিরাপদ রাখবো? শহরের বস্তিবাসী গরীব মানুষরা চেয়ে দেখবে? সবাইকে সাথে নিয়ে শুরু করলাম প্রোজেক্ট #জননী- স্বাস্থ্যের স্বাধীনতা। আজ গল্ফগ্রীন রংকল বস্তিতে সাড়ে ৩ শো পরিবারের কাছে বিতরণ হল ব্যাগ। টার্গেট সাড়ে ৩ হাজার বস্তি, ১৯ লাখ মানুষ, প্রায় ৫ লক্ষ পরিবার। সবার কাছে বিনামূল্যে স্বাস্থ্য কিট। বিনামূল্যে কোভিড চিকিৎসা হবে মাসে ১৫-২০ জন বস্তিবাসীর। বাঁচতে হবে একসাথে! প্রয়োজন সরকারি বেসরকারি সাহায্য। প্রয়োজন সবাইকে। ধন্যবাদ #OHHO_EXPRESS ও #sanjiban_hospital যোগাযোগ 8100900500 (টোল ফ্রি)”