প্রয়াত ‘আরআরআর’ অভিনেতা, শোকপ্রকাশ পরিচালক এসএস রাজামৌলির

প্রয়াত ‘আরআরআর’ অভিনেতা, শোকপ্রকাশ পরিচালক এসএস রাজামৌলির

মুম্বই: প্রয়াত আরআরআর খ্যাত অভিনেতা রে স্টিভেনশন। সোমবার রাতে এল দুঃসংবাদ৷ সাম্প্রতিক কালে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবস থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, ‘আরআরআর’-এর সাফল্যের তালিকা দেখলে গর্ব হয় প্রতিটি ভারতবাসীর৷ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান ঝুলিতে ভরেছে এই দক্ষিণী ছবি। এবার শোকের ছায়া সেই ‘আরআরআর’ শিবিরে।

এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রে স্টিভেনসন। ছবিতে গভর্নর স্কট বাক্সটনের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মাত্র ৫৮ বছর বয়সে জীবনাবসান হল অভিনেতার। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন অভিবেতার মুখপাত্র৷ যদিও তাঁর মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি৷ 

রে স্টিভেনসন

১৯৬৪ সালে লিসবর্নে জন্ম রে স্টিভেনসনের। ব্রিটিশ টেলিভিশনে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন এই আইরিশ অভিনেতা। ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখেন স্টিভেনসন। রে স্টিভেনসনের মৃত্যুতে শোকাহত ‘আরআরআর’ টিম। সোশ্যাল মিডিয়ার পাতায় শোকপ্রকাশ করে ‘আরআরআর’ টিমের তরফে লেখা হয়, ‘‘মর্মান্তিক খবর! অভিনেতা রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন, স্যর স্কট!’’