সুশান্তের বাড়িতে মাদক আসত রিয়ার মাধ্যমে,  এনসিবি-র জেরায় স্বীকার অভিনেত্রীর

 রবিবার সকাল থেকেই জল্পনা ছিল রিয়াকে গ্রেফতার করা হতে পারে আজই। তবে তা হয়নি। রিয়া দেরিতে পৌঁছনোয় জেরা শেষ করা যায়নি। তাই আগামীকাল সোমবার ফের তাঁকে জেরা করা হবে বলে জানিয়েছে এনসিবি।

 মুম্বই:  নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ছ-ঘন্টারও বেশি জেরার মুখে রবিবার অবশেষে মাদকের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করলেন রিয়া চক্রবর্তী। তবে তাঁর দাবি তিনি শুধু মাদক সংগ্রহ করতেন, নিজে ব্যবহার করতে না বলেও জানান। সকাল থেকেই জল্পনা ছিল রিয়াকে গ্রেফতার করা হতে পারে আজই। তবে তা হয়নি। রিয়া দেরিতে পৌঁছনোয় জেরা শেষ করা যায়নি। তাই আগামীকাল সোমবার ফের তাঁকে জেরা করা হবে বলে জানিয়েছে এনসিবি। রবিবার দিনভর সুশান্ত সিং মৃত্যু কান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এরমধ্যে রিয়ার এই স্বীকারোক্তি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

রবিবার  বেলা বারোটা নাগাদ পূর্ব বাল্লারে এনসিবি-র অফিসে হাজিরা দেন রিয়া। তারপর সন্ধ্য সাড়ে ছটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।টাইমস নাও-এর খবর অনুসারে, জেরার মুখে নিজেই স্বীকার করেছেন ভাই শৌভিককের মাধ্যমে মাদক আনতেন। এমনকি সুশান্তের বাড়িতেই আসত সেই মাদক যা সুশান্ত নিজেই ব্যবহার করতেন। তিনি কখনোই তা ব্যবহার করেননি।

এর আগে রিয়াই জোরালো দাবি করেছিলেন যে মাদকের বিষয়ে তিনি কিছুই জানেন না।এদিকে সুশান্তের পরিবারের তরফে আইনজীবী বরুণ সিং এএনআই-কে জানিয়েছেন রিয়া এনসিবি-কে যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে তাঁর গ্রেফতারি নিশ্চিত।

অন্যদিকে, শনিবার ছেলের গ্রেফতারির পর ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। দাবি করেছিলেন তাঁদের মতো মধ্যবিত্ত পরিবারকে হেনস্থা করা হচ্ছে। চক্রান্ত চলছে। তাই শৌভিকের পর মেয়ে রিয়াকেও গ্রেফতার হতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *