কালো বিকিনিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, জলকেলিতে মত্ত ‘ওয়াটার বেবি’ ঋতাভরী

কালো বিকিনিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, জলকেলিতে মত্ত ‘ওয়াটার বেবি’ ঋতাভরী

কলকাতা: ঋতাভরী মানেই শরীরি উত্তেজনা৷ আগুন ঝরানো যৌবন৷ সেই ঋতাভরীকে এবার দেখা গেল জলকেলিতে৷ তবে জলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর৷ সেটা তাঁর ইনস্টা অ্যাকাউন্টে উঁকি দিলেই বোঝা যায়৷ তিনি যেন ঠিক জলপরী৷ 

আরও পড়ুন-চুঁইয়ে পড়ছে যৌবন, ‘ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ বেবি’, কাকে বললেন নুসরত?

ritabhari

মাঝেমধ্যেই সুইমিং পুল, কিংবা সমুদ্র সৌকতের ছবি পোস্ট করে থাকেন ঋতাভরী চক্রবর্তী।  ইনস্টাগ্রামে ফের সুইমিংপুলে জলকেলির ভিডিও পোস্ট করে ঝড় তুলেছেন টলিপাড়ার বোল্ড অভিনেত্রী৷ কালো বিকিনিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা৷ নীল জলরাশিতে মাথায় ফুল গুঁজে জলকেলিতে মত্ত হলেন টলিপাড়ায় সেক্সি নায়িকা৷ কিন্তু কার সঙ্গে শীতল জলের স্পর্শ নিচ্ছেন নায়িকা? সে কথা নিজেই স্পষ্ট করেছেন অবশ্য৷

 

ঋতাভরী

নিজেকে ওয়াটার বেবি বলে উল্লেখ করেছেন ঋতাভরী৷ তবে ভাবছেন হয়তো কোনও পুরুষ সঙ্গীর সঙ্গে জলে নেমেছেন নায়িকা৷ তা কিন্তু নয়, তিনি জলকেলিতে মত্ত হয়েছেন বন্ধু এবং সহযোগী মধুজা ভৌমিকের সঙ্গে৷ শনিবার সকাল সকাল নিজের ইনস্টা অ্যকাউন্টে একগুচ্ছ পুলের ছবি শেয়ার করেছেন ঋতাভরী৷ মাথায় ল্যাভেন্ডার ফুল গুঁজেই সেখান থেকেই দিলেন একের পর এক পোজ৷ তাঁর বোল্ড ছবিতে ঘায়েল পুরুষ হৃদয়৷ 

ঋতাভরী

বোল্ড ফটোশ্যুটে নেট পাড়ার উষ্ণতা সব সময়েই বাড়িয়ে রাখেন ঋতাভরী৷ এবারও তার অন্যথা হল না৷ কিলার চাউনিতে কেড়ে নিলেন লাখো হৃদয়৷    

ritabhari

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =