স্বাধীনতা দিবসে এ কেমন ভুল করলেন মধুমিতা! ধুয়ে দিলেন ঋদ্ধি সেন

কলকাতা: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস৷ সেই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান অভিনেত্রী মধুমিতা সরকার৷ সেখানেই করলেন মারাত্মক ভুল৷ ধুয়ে দিলেন ঋদ্ধি৷ কটাক্ষের…

riddhi madhu

কলকাতা: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস৷ সেই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান অভিনেত্রী মধুমিতা সরকার৷ সেখানেই করলেন মারাত্মক ভুল৷ ধুয়ে দিলেন ঋদ্ধি৷ কটাক্ষের মুখে পড়লেন নেটিজেনদের৷

 

 

মধুমিতার উদ্দেশে এদিন ঋদ্ধি লেখেন, ‘‘আমাদের পেশার কলঙ্ক।’’ কিন্তু এমন কী অপরাধ করলেন অভিনেত্রী৷ জানালেন সে কথাও৷

 

স্বাধীনতা দিবসের সকালে পর্দার পাখি ধরা দেন সাদা চুড়িদার আর সাদা ওড়নাতে। তাতে ভারতের পতাকার ব্লক প্রিন্ট৷  হাসিমুখে নিজের ছবি পোস্ট করেন অভিনেত্রা৷ সঙ্গে ছোট্ট একটা ক্যাপশন। আর ওই ক্যাপশনেই যত বিপত্তি। কারণ সেখানে ভারতবর্ষ বানানটাই ভুল লিখে বসেন মধুমিতা৷ তিনি লেখেন, ‘‘স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।’’

 

অভিনেত্রীর এ হেন পোস্ট দেখেই ফুঁসে ওঠেন ঋদ্ধি৷ ক্ষোভ উগড়ে লেখেন, ‘‘স্বাধীনতা ‘দিবেস’ ????? ভারতবর্ষ বানান লিখতে জানে ?? ঘেন্না ধরে গেল৷ ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না৷’’ তিনি আরও লেখেন, ‘‘যে রাজ্যে এক চিকিৎসকের সাদা পোশাক ভেসে গেল রক্তে, সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছেন। এরা কোনও দিন শিল্পী ছিল না, ছিল না অভিনেতা। অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত থাকতে গেলে সবার আগে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা। সমাজ , ইতিহাস, শিক্ষা, এই শব্দগুলো এদের কাছে ভিন্‌গ্রহী , অভিনয় মানে ভান করা নয়, অভিনয় মানে নিজের সর্বস্ব দিয়ে সত্যিটাকে খুঁজে বার করা।’’

ঋদ্ধির করা পোস্ট।