মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলার এক নতুন তথ্য সামনে এল। ফের অভিযোগ উঠল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।
গত ৬ দিন হল সুশান্তের মামলা হাতে নিয়েছে সিবিআই। আর মামলা হাতে নেওয়ার পর থেকেই জোরকদমে তদন্ত শুরু করে দিয়েছেন সংস্থার অফিসাররা। একের পর এক অভিযোগ উঠেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সুশান্তের মামলা যখন মুম্বই পুলিশ তদন্ত করেছিল তখনই বিহারের পাটনার রাজীবনগর থানায় রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সুশান্তের বাবা কে কে সিং। সেখানে তিনি রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ আর্থিক তছরুপের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের পরই তদন্ত শুরু করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। রিয়া ও সুশান্তের অ্যাকাউন্ট খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। তখনই জানা যায় সুশান্তের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেন করতেন রিয়া। তাঁর লাইফস্টাইল, শপিং, পার্টি প্রভৃতি অনেক ক্ষেত্রেই সুশান্তের টাকা জলের মতো খরচ করতেন অভিনেত্রী। এও জানা যায় যে রিয়ার ভাই সৌভিকের খরচও বহন করতেন সুশান্ত। তাঁর টিউশান ফিজ, তাঁর কোথাও যাওয়ার খরচ, সেসব সুশান্তের অ্যাকাউন্ট থেকেই খরচ করা হত।
এখন জানা গেল সুশান্তের একাউন্টের পিন নম্বর নাকি পাল্টাতে চেয়েছিলেন' রিয়া। তাঁর হোয়াটসঅ্যাপ থেকে এই তথ্য খুঁজে পেয়েছে ইডি। হোয়াটসঅ্যাপের একটি চ্যাটে রিয়া তার ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন। সেখানে তিনি রিয়াকে বলেছিলেন, 'তোমার কি কাজে লেগেছে?' উত্তরে রিয়া লিখেছিলেন, 'হ্যাঁ। কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়েছে। দিনে মাত্র একবার?' অন্য আরেকটি চ্যাটে রিয়া ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্দার মধ্যে কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে রিয়া তাঁকে লিখেছেন তিনি কি সুশান্তের ক্রেডিট কার্ডের পিন নম্বর তাঁকে পাঠাতে পারবেন? আর নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেই পিন নম্বরটি বদলানো যেতে পারে? বোঝাই যাচ্ছে রহস্যের জাল ছড়ান রয়েছে আরও গভীরে।