মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ক্রমশই ফাঁসছেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই তাঁকে ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু অভিনেত্রী ও তাঁর ভাইয়ের জবাবে সন্তুষ্ট নয় তারা। যে কারণে তাদের দুজনের ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এনফোর্সেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা হয়েছে রিয়া চক্রবর্তীর বাবার ফোনও।
কিছুদিন আগে বিহারের রাজীবনগর পুলিশ স্টেশনে রিয়া চক্রবর্তী সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ তোলা হয় তাঁদের নামে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়া ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। তখনই সামনে আসতে থাকে নিত্য নতুন তথ্য। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জানতে ও আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই রিয়াকে ডেকেছিল ইডি। তাঁর ভাই সৌভিক, বাবা এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, মুম্বইয়ের খার এলাকায় রিয়ার ফ্ল্যাট নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। বছরে মেরেকেটে ১৫ লক্ষ টাকা আয় করে রিয়া কীভাবে এত দামী ফ্ল্যাট কিনলেন? আর কীভাবেই বা এত বিলাসবহুল জীবনযাপন করতেন, তা নিয়েও প্রশ্ন করেন তাঁরা। বিহারের রাজীবনগর থানায় সুশান্তের বাবা কে কে সিংয়ের দায়ের করা ১৫ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চালায় ইডি।
আরও পড়ুন: ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া, এবার মিডিয়া ট্রায়াল নিয়ে অভিযোগ সুশান্তের বান্ধবীর
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি, রিয়া ও তাঁর পরিবারের কাছ থেকে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাই রিয়ার, তাঁর ভাইয়ের ও বাবার ফোনের কললিস্ট খতিয়ে দেখা হবে। বলিউড ও তার বাইরে কার কার সঙ্গে তাঁদের কতক্ষণ কথা হত, তা জানা হবে। দেখা হবে তাঁদের মেসেজেও। ইতিমধ্যেই রিয়ার ২টি মোবাইল, অভিনেত্রীর ভাই সৌভিকের একটি ফোন ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। এছাড়া রিয়ার পরিবারের ২টি আই-প্যাড এবং একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার সকাল রিয়াকে প্রায় দশ ঘণ্টা ম্যারাথন জেরা করেন ইডির আধিকারিকরা। এছাড়া সোমবারই তাঁর ভাই সৌভিক, বাবা ইন্দ্রজিৎ এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। রিয়ার বিজনেস ম্যানেজারকে গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।