সুশান্তকে কবিরাজি চিকিৎসায় করেছিলেন রিয়া, ফাঁস করলেন কবিরাজ মোহন

কবিরাজ মোহন সদাশিব যোশী জানিয়েছেন গতবছর নভেম্বরের ১৩ এবং ২২ তারিখ সুশান্তের সঙ্গে দেখা করেছেন তিনি। ২২ তারিখ তিনি সুশান্তকে আশীর্বাদ করে এসেছিলেন। আর তার পরদিনই অর্থাৎ ২৩ নভেম্বর সুশান্ত তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি ভালো আছেন।

মুম্বই: সুশান্ত সিং মৃত্যু মামলায় একের পর এক তথ্য উঠে আসছে রিয়া চক্রবর্তীর গতিবিধি নিয়ে। অভিনেতার মানসিক চিকিৎসার জন্য কবিরাজের দ্বারস্থ হয়েছিলেন রিয়া। থানের স্বঘোষিত কবিরাজ মোহন সদাশিব যোশীর দাবি সুশান্তের মানসিক চিকিৎসার জন্য দু-দুবার তাঁর তাঁর কাছে গিয়েছিলেন রিয়া।

টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে কবিরাজ মোহন সদাশিব যোশী জানিয়েছেন গতবছর নভেম্বরের ১৩ এবং ২২ তারিখ সুশান্তের সঙ্গে দেখা করেছেন তিনি। ২২ তারিখ তিনি সুশান্তকে আশীর্বাদ করে এসেছিলেন। আর তার পরদিনই অর্থাৎ ২৩ নভেম্বর সুশান্ত তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি ভালো আছেন। সেদিনও প্রয়াত অভিনেতার সঙ্গে দেখা করেছিলেন এবং রিয়া সহ তিনজন একসঙ্গে দুপুরের খাবার খেয়েছিলেন।

কবিরাজের দাবি তার উপাচারে একদিনেই ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছিলেন সুশান্ত। যা রিয়া ও সুশান্ত দুজনকেই জানিয়েছিলেন তিনি। তিনি আরও জানিয়েছেন দুজনের সঙ্গে আলোচনার সময় সুশান্ত খুব বেশি কথা বলেননি। তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদের জন্য থানের এই স্বঘোষিত বৈদিক চিকিৎসককেও ঠেকে পাঠিয়েছিল বান্দ্রা পুলিশ।

অন্যদিকে, রবিবার বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী  সুশান্তের মৃত্যুকে হত্যা বলেই অভিহিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “সুশান্ত সিং রাজপুতের হত্যাকাণ্ড বলিউড, মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকারের জন্য ওয়াটারলু এবং ওয়াটারগেট দোষীদের ন্যায়বিচার না হ ওয়া পর্যন্ত আমরা হার মানবনা।” সুশান্তের কর্মচারী স্যামুয়েল ও মৃত্যুর পর দুটি অ্যাম্বুলেন্সের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর প্রশ্ন কে অ্যাম্বুলেন্স ডেকেছিল? কেন দুটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল? সুশান্তের কর্মচারী স্যামুয়েল কোথায়? তিনি আদৌ বেঁচে আছেন? অপর অ্যাম্বুলেন্সটি তাঁর জন্যই ছিল? ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 6 =