মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই অভিযোগ উঠতে শুরু করে তাঁর বান্ধবী ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। প্রথমে মুম্বই পুলিশ, তারপর বিহার পুলিশ হয়ে অবশেষে মামলা উঠেছে সিবিআইয়ের হাতে। এদিকে রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হওয়ায় মামলায় শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদের সময় রিয়ার সঙ্গে ড্রাগ চক্রের যোগাযোগের কথা সামনে আসে। তদন্ত শুরু করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার এই তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন অভিনেত্রী। আগামী ১৪দিন তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে বলে জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পরই তাঁকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের সিয়ান হাসপাতলে। অভিনেত্রীর বিরুদ্ধে 21, 22, 27A, 28 ও 29 সহ একাধিক ধারায় মামলায় দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অভিনেত্রীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তখনই জিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। NCB'র তরফে এই খবর জানানো হয়েছে। এদিন NCB আধিকারিকদের সামনে জেরায় রিয়া বলেউডের ২৫ জন ব্যক্তির নাম নেন যাঁদের সঙ্গে ড্রাগ চক্রের যোগাযোগ রয়েছে। শোনা গিয়েছে তাঁদের মধ্যে অনেকেই ইন্ডাস্টরির বেশ কজন নামী তারকা। রিয়া কয়েকটি বলিউড পার্টির নামও করেছেন। জানিয়েছেন সেখানে মাদকের খোলাখুলি লেনদেন হত। এখনও পর্যন্ত খবর, আগামী ১০ দিনের মধ্যেই ওই ২৫ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ চালাতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
We will oppose bail to her. We are only seeking judicial custody but we don’t support the bail: Mutha Ashok Jain, Deputy DG, South-Western Region, NCB https://t.co/mXfuLRC4ph
— ANI (@ANI) September 8, 2020
We will oppose bail to her. We are only seeking judicial custody but we don't support the bail: Mutha Ashok Jain, Deputy DG, South-Western Region, NCB https://t.co/mXfuLRC4ph
— ANI (@ANI) September 8, 2020
এদিকে সুশান্তকে ড্রাগ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই দিদির নামে। ড্রাগ নিয়ে সুশান্ত সিং রাজপুত এবং তাঁর চার বোনের একজনের মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনও প্রকাশিত হয়েছে। সেখানে তিনি প্রেসক্রিপশনের মাধ্যমে ড্রাগের নাম প্রস্তাব করেছিলেন। এই কথোপকথনের পাঁচ দিন পরে সুশান্ত সিং রাজপুত মারা যান। রিয়া চক্রবর্তী এরপর সুশান্তের ওই দিদি প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। “বোগাস মেডিকেল প্রেসক্রিপশন” তৈরি করে আত্মহত্যা করার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন রিয়া। প্রিয়াঙ্কার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছেন তিনি।