সুশান্ত পর্ব ভুলে বলিউডে ফেরার অপেক্ষা! নয়া লুকে নিজেকে গড়ছেন রিয়া

সুশান্ত পর্ব ভুলে বলিউডে ফেরার অপেক্ষা! নয়া লুকে নিজেকে গড়ছেন রিয়া

 মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন রিয়া৷ এনসিবি অফিসারদের জেরা থেকে হাজত বাস, গভীর প্রভাব ফেলেছিল তাঁর কেরিয়ারে৷ দেশের সর্বত্র সমালোচিত হয়েছিলেন তিনি৷ সেই তিক্ত অতীত ভুলিয়ে ফের ছন্দে ফিরছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী৷ 

আরও পড়ুন- Breaking: অবশেষে জামিন পেলেন আরিয়ান! গ্রেফতারির ২৬ দিন পর স্বস্তি

রিয়া

রিয়ার নয়া লুক সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে৷ মিডিয়া দেখে আর মুখ লুকানো নয়, বরং রিয়া পোজ দিয়েছেন হাসি মুখেই৷ ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক ঝটকায় বদলে গিয়েছিল রিয়ার ভাগ্য৷ সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যে রিয়া বলিউডের জমি পাকা করার স্বপ্ন দেখেছিলেন, তা এক লহমায় যেন ভেঙে চুরমার হয়ে যায়৷ সুশান্তের সঙ্গে দুটি ছবি করার কথা ছিল তাঁর৷ লকডাউন মিটলে শুরু হত ছবির কাজ৷ কিন্তু তা আর হয়নি৷ এর আগেও দুটি ছবি করেছেন রিয়া৷ কিন্তু দাগ কাটতে পারেননি৷

রিয়া

রিয়ার হাতে এসেছিল চেহেরের মত ছবি৷ যেখানে অমিতাভ বচ্চন, ইমরান হাশমি’র বিপরীতে ছিলেন তিনি৷ নিজের ক্যারিয়ার ভালোমতোই গোছাতে শুরু করেছিলেন অভিনেত্রী৷ কিন্তু ২০২০-র জুন মাসে সুশান্তের মৃত্যুর পরেই ঘটে ছন্দপতন৷ হত্যা মামলার সঙ্গে সঙ্গে মাদক মামলায় নাম জড়ায় রিয়ার৷ সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র রোশের মুখে পড়ে গুটিয়ে যান তিনি৷ মেয়েকে নিয়ে প্রতিমুহূর্তে ভয়ে থাকতেন তাঁর মা৷ প্রতিবেশীদের কথা শুনতে শুনতে একসময় বদলে ফেলেছিলেন ঠিকানা৷ তাঁকে বয়কট করেছেল সোশ্যাল মিডিয়া৷ সেই রিয়া ধীরে ধীরে নিজেকে বদলে নিচ্ছেন৷ জিম করে পার্লারে গিয়ে নতুন করে নিজেকে গড়ছেন৷ 

রিয়া

মিডিয়া দেখলে এক সময় মাথা নিচু করে থাকতেন৷ মুখ লুকিয়ে হাতজোড় করে বেরিয়ে যেতেন৷ সে সব এখন অতীত। আর পাঁচজন সেলিব্রিটির মতোই এবার ধরা দিলেন তিনি। পোজ দিয়ে ছবি তুললেন৷ হাত নাড়লেন ভক্তদের জন্য।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + five =