সাতসকালে শমন, NCB অফিসে রিয়া, ঢোকার মুখেই ঘেরাও অভিনেত্রী

মুম্বই: জুন মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পর তিনটি সংস্থা এর সঙ্গে জড়িয়েছে। মামলায় সুশান্তের মাদক সেবনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার বিকেলে NCB'র মুম্বইয়ের অফিসে সংস্থার আধিকারিকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার সময়ই গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন তাঁকে। ঘটনায় সাংবাদিকদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। অনেকে এর সমালোচনাও করেন। জাতীয় মহিলা কমিশন প্রধান রেখা শর্মা টুইট করেছেন, “এটা কি মিডিয়ার এক্তিয়ারের মধ্যে পড়ে?”

ffdf8dc93477c7da27a588aabbf7cfda

মুম্বই: জুন মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পর তিনটি সংস্থা এর সঙ্গে জড়িয়েছে। মামলায় সুশান্তের মাদক সেবনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার বিকেলে NCB'র মুম্বইয়ের অফিসে সংস্থার আধিকারিকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার সময়ই গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন তাঁকে। ঘটনায় সাংবাদিকদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। অনেকে এর সমালোচনাও করেন। জাতীয় মহিলা কমিশন প্রধান রেখা শর্মা টুইট করেছেন, “এটা কি মিডিয়ার এক্তিয়ারের মধ্যে পড়ে?”

এই তদন্তকারী সংস্থা দিন দুই আগে তাঁর ভাই সৌভিককে গ্রেপ্তার করেছে। এর পরে আজ সকালে রিয়া চক্রবর্তীকে তলব করা হয়েছিল। NCB কর্মকর্তারা আজ সকালের দিকে শমন দেওয়ার জন্য তাঁর বাড়ি গিয়েছিলেন। বিকেলে বিশাল নিরাপত্তার মধ্যে তদন্তকারী সংস্থার কার্যালয়ে প্রবেশের জন্য রীতিমতো ঠেলাঠেলি করতে হয় রিয়াকে। মাস্ক পরে গিয়েছিলেন রিয়া। জনতার অনেককে সরকারী বাধ্যবাধকতা ও সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন করতে দেখা যায়, যা করোনা সংক্রামণের জন্য যথেষ্ট। 

683abedb29dfb3a3c4c8f8d78b2fb6c9

আরও পড়ুন: সুশান্ত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়, অভিনেতার আর্থিক লগ্নির নমিনি ছিলেন দিদি প্রিয়াঙ্কা

এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্দে বলেছেন, “রিয়া চক্রবর্তী গ্রেপ্তারের জন্য প্রস্তুত। একটি ডাইনি শিকার চলছে। যদি কাউকে ভালবাসা অপরাধ হয়, তবে রিয়া দোষী। নির্দোষ হওয়া সত্ত্বেও তিনি আগাম জামিনের আবেদন জানাননি।” শনিবার, NCB রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে নিয়েছে। NCB জানিয়েছে, রিয়া জেরায় ড্রাগের ব়্যাকেটের সঙ্গে যুক্ত অনেকের নামই নিয়েছেন। NCB শনিবার বিকেলে মুম্বইয়ের একটি আদালতকে বলে, “অপরাধমূলক ষড়যন্ত্র, ছিনতাই ও অপরাধের বিভিন্ন প্রচেষ্টার নির্দিষ্ট তথ্য রয়েছে। মাদক ক্রয়ের আগের সমস্ত লেনদেনের আর্থিক পথ যাচাই করতে হবে।” রিয়া চক্রবর্তী, তাঁর পরিবারের সুশান্ত সিং রাজপুতের পরিবারের অভিযোগ যে তাঁরা অভিনেতাকে মানসিকভাবে হয়রান করতেন এবং অভিনেতার মৃত্যুর ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার সকালে NCB তাঁর মুম্বইয়ের বাড়িতে অভিযান চালায়। রিয়ার ভাইকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *