NCB অফিসে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আজই গ্রেপ্তার হতে পারেন রিয়া

মুম্বই: ভাই সৌভিক চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর এবার সম্ভবত পালা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। রবিবার দীপেশ সাওয়ন্ত, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার সঙ্গে সামনাসামনি বসে রিয়াকে জিজ্ঞাসাবাদ করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও রিয়ার উত্তরে সন্তুষ্ট নন অফিসাররা। তাই সোমবার ফের তাঁকে তলব করা হয়েছে। আর এদিনই রিয়াকে গ্রেপ্তার করা হতে পারে বলে সূত্রের খবর।

মুম্বই: ভাই সৌভিক চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর এবার সম্ভবত পালা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। রবিবার দীপেশ সাওয়ন্ত, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার সঙ্গে সামনাসামনি বসে রিয়াকে জিজ্ঞাসাবাদ করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও রিয়ার উত্তরে সন্তুষ্ট নন অফিসাররা। তাই সোমবার ফের তাঁকে তলব করা হয়েছে। আর এদিনই রিয়াকে গ্রেপ্তার করা হতে পারে বলে সূত্রের খবর।

রবিবার সকালে রিয়ার বাড়িতে গিয়েছিলেন NCB'র অফিসাররা। রবিবার সকালেই রিয়ার বাড়িতে সমন পাঠানো হয়েছিল। এরপর বিকেলের দিকে মুম্বইয়ে NCB'র অফিসে হাজির হন রিয়া। অফিসে ঢোকার সময় তিনি ঘেরাও হন। তাঁকে একাধিক সাংবাদিকের প্রশ্ন করতে শুরু করেন। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এরপর NCB অফিসে চলে ম্যারাথন জিজ্ঞাসার পালা। সৌভিক, দীপেশ এবং স্যামুয়েলের সঙ্গে রিয়াকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুদিন আগে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ড্রাগ আনার কথা স্বীকার করেছিলেন। একই কথা স্বীকার করেছিলেন স্যামুয়েল মিরান্ডাও। মূলত ভাইয়ের স্বীকারোক্তির পর আর চুপ থাকতে পারেননি রিয়া। তিনিও স্বীকার করে নেন সৌভিকের সাহায্যে মাদক আনার কথা। তবে সুশান্তের জন্য সীমানা হতো নাকি অন্য অন্য কারওর জন্য সে কথা জানান তিনি।

তবে রিয়ার কাছ থেকে পর্যাপ্ত উত্তর পাননি NCB'র কর্তারা। অভিনেত্রীকে সোমবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সোমবার সকাল ৯টা ৩২ মিনিট নাগাদ NCB'র অফিসে পৌঁছন রিয়া। তাঁর নিরাপত্তার স্বার্থে উপস্থিত ছিল মুম্বই পুলিশ। আজ রিয়াকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। সুশান্ত সিং রাজপুতকে তিনি ড্রাগ দিতেন কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হবে। এছাড়া রিয়া আগে দাবি করেছিলেন তিনি সুশান্তের মাদকের নেশা ছাড়াতে চাইছিলেন। যদি তা সত্যি হয়ে থাকে তবে সেই বিষয় তিনি সুশান্তের পরিবারকে কিছু জানিয়েছিলেন কিনা জানতে চাওয়া হবে তাও। এছাড়া সুশান্ত যে বলিউড ছেড়ে দেবেন বলে একটি গুজব শোনা যাচ্ছিল সেই প্রসঙ্গেও রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। জিজ্ঞাসাবাদ শেষে রিয়াকে আটক করা হতে পারে বা প্রয়োজন হলে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =