মুম্বই: অবশেষে মাদক মামলায় জামিন পেলেন রিয়া চক্রবর্তী৷ বুধবার সকালে বম্বে হাইকোর্টে তাঁর জামিনের আর্জি মঞ্জুর করা হয়৷ তবে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে৷ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক যোগে গত সেপ্টেম্বরে রিয়া এবং শৌভিককে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)৷
শৌভিকের পাশাপাশি এদিন সুশান্তকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল পরিহারের জামিনের আবেদনও খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট৷ ১ লক্ষ টাকা বন্ডে জামিন পান রিয়া৷ জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাঁকে৷ তাঁর পাসপোর্ট থানায় জমা রাখতে হবে৷ থানার অনুমতি ছাড়া গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না তিনি৷ দেশের বাইরে যাওয়ার জন্য আদালতের অনুমতি নিতে হবে তাঁকে৷ এর আগে মুম্বইয়ের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক আদালত ২০ অক্টোবর পর্যন্ত রিয়ার বিচার বিভাগীয় হেফাজতে মেয়াদ বাড়িয়েছিল৷ এর পরই বম্বে হাইকোর্টে যান রিয়ার আইনজীবী৷ এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত৷ জামিন পেয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাওয়ান্ত৷ এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চলে শুনানি৷
আরও পড়ুন- নভেম্বরেই বিয়ে করছেন নেহা কক্কর! পাত্র কে জানেন?
মাদক সংক্রান্ত একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারী অফিসারদের হাতে আসার পরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদক যোগের তদন্ত শুরু করে এনসিবি৷ ৮ সেপ্টেম্বর মাদক যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়৷ বর্তমানে মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছিলেন রিয়া। তাঁর পাশের সেলে ছিলেন হাইপ্রোফাইস কয়েদি ইন্দ্রানী মুখোপাধ্যায়৷ এদিকে, সুশান্তের ফরেনসিক রিপোর্ট যাচাই করে এইমস-এর বিশেষ প্যানেল জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত৷ এরপর থেকে ক্রমশই জোরালো হচ্ছিল রিয়ার মুক্তির দাবি। এদিন আদালতে রিয়ার জামিন মঞ্জুর হওয়ার পর অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ‘‘আদালতের সিদ্ধান্তে খুশি আমরা। সত্যের জয় হয়েছে। প্রকৃত ঘটনাবলী মেনে নিয়েছে আদালত। আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি সারং ভি কোতোয়াল।’’