সুশান্ত মত্যু মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে লিখিত বিবৃতি রিয়া চক্রবর্তী ও বিহার সরকারের

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পাটনায় এফআইআর দায়ের করা হয় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সুশান্তের বাবা কে কে সিং অভিযোগ দায়ের করেন। সেই মামলা মুম্বয়ে হস্তান্তর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তী। বৃহস্পতিবার সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং বিহার সরকার তাদের লিখিত আবেদন জমা দিয়েছে।

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পাটনায় এফআইআর দায়ের করা হয় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সুশান্তের বাবা কে কে সিং অভিযোগ দায়ের করেন। সেই মামলা মুম্বয়ে হস্তান্তর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তী। বৃহস্পতিবার সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং বিহার সরকার তাদের লিখিত আবেদন জমা দিয়েছে।

রিয়ার আর্জি খারিজের জন্য বিহার সরকারের তরফে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। বিহার সরকারের তরফে আইনজীবী কেশব মোহন সেখানে বলেছেল, তদন্ত দ্রুত ও ত্বরান্বিত করার জন্য সিবিআইয়ের পথে কোনও বাধা আসতে দেওয়া হবে না। এদিকে লিখিত আবেদন জমা দেওয়ার সময় রিয়া চক্রবর্তী বলেছিলেন যে বিহার পুলিশ যে মামলার তদন্ত কেন্দ্রীয় ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (সিবিআই) স্থানান্তরিত করেছে, তাতে তাদের কোনও এখতিয়ার নেই। ১১ আগস্ট এই সংক্রান্ত একটি আবেদন রিয়া করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলিকে বৃহস্পতিবারের মধ্যে তাদের লিখিত আবেদন জমা দেওয়ার জন্য বলেছিল।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, সুশান্তের বাবার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে শিবসেনা নেতাকে আইনি নোটিস

সম্প্রতি সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করেছেন রিয়া। মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। মিডিয়া ট্রায়াল ছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে রিয়ার। তাঁর অভিযোগ, বিহার পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে তা নাকি বিচার ব্যবস্থা অনুযায়ী হচ্ছে না। এমনকী বিহার পুলিশ যে সিবিআইয়ের হাতে মামলা তুলে দিয়েছে তাও বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলে দাবি রিয়ার। বরং বিহার পুলিশের উচিত ছিল মামলাটি মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া। 
কিছুদিন আগে বিহারের রাজীবনগর পুলিশ স্টেশনে রিয়া চক্রবর্তী সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ তোলা হয় তাঁদের নামে। বিহারে দায়ের করা এই মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়া। যদিও শীর্ষ আদালতে সেটি খারিজ হয়ে যায়। এদিকে রিয়ার বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়া ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। তখনই সামনে আসতে থাকে নিত্য নতুন তথ্য। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জানতে ও আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই রিয়াকে ডেকেছিল ইডি। তাঁর ভাই সৌভিক, বাবা এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =