মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মামলায় নয়ো মোড়। অভিনেতার দিদির বিরুদ্ধে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ তুললেন রিয়া চক্রবর্তীর। সুশান্তের বান্ধবী ও অভিনেত্রী রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, মদ্যপ অবস্থায় নাকি রিয়ার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা।
গত বছরের এপ্রিল মাস থেকে রিয়া ও সুশান্তের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে লিভইন করতেন তাঁরা। রিয়ার আইনজীবীর জারি করা বিবৃতিতে জানানো হয়েছে সম্পর্কের গোড়ার দিকে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী সিদ্ধার্থ নাকি সুশান্তের সঙ্গে থাকতেন। তখনই কোনও একদিন রিয়া ও প্রিয়াঙ্কা একসঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানে মদ্যপ অবস্থায় প্রিয়াঙ্কা নাকি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। রিয়া তখন তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন। ফেরার পর প্রিয়াঙ্কা ফের সুশান্তের সঙ্গে মদ্যপান করেন বলে বলা হয়েছে বিবৃতিতে। সেই সময় রিয়া বিশ্রাম নিয়ে নিজের ঘরে যান। হঠাৎই প্রিয়াঙ্কার স্পর্শ পান তিনি। অভিযোগ, রিয়াকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে সঙ্গে রিয়া তাঁকে বেরিয়ে যেতে বলেন। তবে প্রিয়াঙ্কার তরফে এই অভিযোগের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিয়া বিবৃতিতে এও জানিয়েছেন, সুশান্তকে তিনি প্রিয়াঙ্কার ঘটনা বলেন। এই নিয়ে নাকি ভাই-বোনের মধ্যে বচসাও হয়েছিল।
সুশান্তের বাবার দায়ের করা মামলায় সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। কিছুদিন আগে পাটনার রাজীবনগর থানায় তিনি এফআইআর দায়ের করেন। অভিযোগে জানানো হয় সুশান্তের অ্যাকাউন্ট থেকে কয়েক মাসে কয়েক কোটি টাকার অর্থ নয়ছয় হয়েছে। আর এর পেছনে প্রধান কারণ রিয়া। এই অভিযোগের পর স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে ইডি। এদিকে সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হাতে যাওয়ার পর তারা রিয়ার বিরুদ্ধে মামলা করে বলে খবর। ইতিমধ্যেই সুশান্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অভিযোগপত্রে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, ভয় দেখানো ইত্যাদি অভিযোগ দায়ের হয়েছে। রিয়া ছাড়াও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, শ্রুতি মোদি, শ্যামল মিরান্দা এবং ইন্দ্রজিৎ চক্রবর্তীর নামে দায়ের হয়েছে অভিযোগ।