মুম্বই: সুশান্ত সিং মৃত্যু মামলায় মাদক যোগে গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী৷ রবি ও সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয়েছিল রিয়াকে। কিছুক্ষণ জেরার পরই এদিন দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি। এদিন ভাই শৌভিকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় অভিনেত্রীকে৷ জানা গিয়েছে, জেরার মুখে ভেঙে পড়েন রিয়া৷
তদন্তকারী অফিসাররা জানান, সুশান্তের জন্য তিনি মাদকের ব্যবস্থা করতেন, এ কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী৷ এমনকী সুশান্ত ও ভাই শৌভিকের সঙ্গে তিনিও ড্রাগ নিতেন বলে স্বীকার করেন নেন৷ তবে কোনও ড্রাগ ডিলারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই বলেই জানান রিয়া৷ জানা গিয়েছে, লকডাউনের মধ্যেও শৌভিক মাদকের ব্যবস্থা করে দিয়েছিল তাঁদের৷
আরও পড়ুন- BIG BREAKING: মাদক-যোগে গ্রেফতার রিয়া চক্রবর্তী, নজরে বহু তারকা
রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে সুশান্তের পরিবার৷ যার ভিত্তিতে একাধিক তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি৷ রিয়ার বিরুদ্ধে সুশান্তের অর্থ নয়ছয়ের অভিযোগও রয়েছে৷ যার তদন্ত করছে ইডি৷ এর পরেই সুশান্তের মৃত্যু রহস্যে মেলে মাদক যোগ৷ রিয়ার ফোনে হোয়াটঅ্যাপ চ্যাট ঘেটে মাদক যোগের হদিশ পান তদন্তকারী অফিসাররা৷ তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ এনসিবি অফিসাররা জানান, শৌভিক চক্রবর্তী এবং স্যামুলেয় মিরান্ডাই যে সুশান্তকে মাদক এনে দিতেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে৷
এ দিন রিয়াকে জেরার জন্য এনসিবির সদর দফতরে ডাকা হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা জেরার পর দুপুরে গ্রেফতার করা হয় তাঁকে। এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্র এ দিন সংবাদমাধ্যমে বলেন, ‘‘রিয়াকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।’’
আরও পড়ুন- দিদির দেওয়া ওষুধেই মৃত্যু সুশান্তের, ২ দিদির বিরুদ্ধে মামলা রুজু রিয়ার
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ৷ শুরুতে এই মামলার তদন্ত করছিল মুম্বই পুলিশ৷ পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তদন্ত ভার দেওয়া হয়। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে, আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।