মুম্বই: মোড় ঘুরছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায়৷ সুশান্তের মৃত্যুর জন্য এতদিন এক তরফা ভাবে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল অভিনেতার পরিবার৷ এবার পাল্টা দোষারোপ করলেন রিয়া৷ নকল প্রেসক্রিপশন বানিয়ে সুশান্তকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ তোলেন তিনি৷ রিয়ার করা অভিযোগের ভিত্তিতেই এবার সুশান্তের দুই বোন এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু করল মুম্বই পুলিশ৷
আরও পড়ুন- 'মেয়েরাই মেয়েদের শত্রু', কঙ্গনার বিরুদ্ধে মহিলা বিক্ষোভের প্রতিবাদ শিল্পা শিন্ডের
সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং, মিতু সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ এই মামলাটিও খতিয়ে দেখবে সিবিআই৷ সোমবার সুশান্তের দুই বোনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রিয়া৷ তিনি বলেন, ‘‘ভুয়ো প্রেসক্রিপশন বানিয়ে সুশান্তকে মানসিক অবসাদের জন্য এমন কিছু ওষুধ দেওয়া হয়েছিল যা বৈধ ভাবে কখনওই কেনা সম্ভব নয়। এই নিষিদ্ধ ওষুধ খাওয়ার ৫ দিনের মধ্যেই মৃত্যু হয় সুশান্তের।’’
এই প্রেসক্রিপশন অনুযায়ী সুশান্ত দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের ‘আউট পেশেন্ট ডিপার্টমেন্ট’ ছিলেন৷ যার অর্থ, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে সাময়িকভাবে উপস্থিত হয়েছিলেন। অথচ প্রেসক্রিপশনে উল্লেখিত দিন, অর্থাৎ ৮ জুন সুশান্ত ছিলেন মুম্বইয়ে৷ ভুল ওষুধ খাইয়ে সুশান্তের দিদিই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ করেন রিয়া৷
আরও পড়ুন- সুশান্তের দিদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের রিয়ার, মোড় ঘুরছে তদন্তের?
গত ৬ জুন অভিনেতা ও তাঁর দিদির হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই প্রিয়াঙ্কা ও মিতুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রিয়া চক্রবর্তী৷ যেখানে মানসিক অবসাদের জন্য সুশান্তকে লিব্রিয়াম, নেক্সিটো এবং লোনাজেপ নামের তিনটি ওষুধ খেতে বলেছিলেন প্রিয়াঙ্কা৷ অথচ এই তিনটি ওষুধকেই টেলি মেডিসিনস প্র্যাকটিস গাইডলাইনসে ক্ষতিকর এবং নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই অভিনেতার মৃত্যুর জন্য তাঁর দিদিদের কাঠগড়ায় তোলেন রিয়া৷